Nadia News: সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিল ভ্যান চোরদের
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ফেরিওয়ালার ভ্যান চুরি করে পালাচ্ছিল দুই যুবক। সিসিটিভি ফুটেজ দেখে তাদের ধরল এলাকাবাসী
নদিয়া: সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরিয়ে দিল দুই ভ্যান চোরকে। শান্তিপুরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার মানুষ ভ্যান চুরির অভিযোগে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নদিয়ার শান্তিপুরের ভবানী পাড়া এবং চৈতলর পাড়ার এলাকাবাসীরা হাতেনাতে ওই দুই ভ্যান চোরকে পাকড়াও করে। স্থানীয় সূত্রে খবর, চাপড়ার বাসিন্দা কলিমুদ্দিন শেখ গত আট-দশ বছর ধরে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভাঙাচোরা জিনিস কিনে নিত এলাকাবাসীদের কাছ থেকে। এদিন তিনি নিজের ভ্যান নিচে রেখে একটি বাড়ির ভিতর ঢোকেন পরিতক্ত ভাঙা জিনিস কিনতে। পরে বেরিয়ে দেখেন ভ্যান উধাও।
advertisement
advertisement
সঙ্গে সঙ্গে কলিমুদ্দিন শেখ নামে ওই ভাঙা জিনিসের কারবারি পাড়ার ছেলেদের গোটা বিষয়টি জানান। তারা সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তাতেই দেখা যায় দুই যুবক ওই ভ্যান নিয়ে যাচ্ছে। এরপরই তৎপর হয়ে ওঠে এলাকাবাসী। তারা পাশের পাড়া থেকে ওই কারবারির ভ্যান সহ দুই চোরকে হাতেনাতে পাকড়াও করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। শান্তিপুর থানার পুলিশ এসে আটক ২ যুবককে ধরে থানায় নিয়ে যায়।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2023 9:25 PM IST








