Nadia News: ধেয়ে আসছে 'অশনি'! পাকার আগেই লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা

Last Updated:

চাষিদের দাবি, এক ঝুড়ি লিচুর মূল্য যেখানে ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে এখন ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগেই লিচু পেড়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দিতে হচ্ছে৷ এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা

+
পাকার

পাকার আগেই ঝুড়িভর্তি করে আড়তে লিচু নিয়ে আসছেন চাষীরা

#নদিয়া: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আর এই অশনির আতঙ্কে গাছ থেকে অপরিপক্ক লিচু পেড়ে, কম দামে বিক্রি করে দিচ্ছেন নদিয়া জেলার লিচু চাষিরা৷ লিচু অত্যন্ত সুস্বাদু একটি ফল। এর উপকারিতাও রয়েছে অনেক। নদিয়া জেলার একাধিক জায়গায় রয়েছে প্রচুর লিচু বাগান। কিন্তু এবার মুখে হাসি নেই সেই সব লিচু চাষিদের। তার প্রধান কারণ, চাষের শুরুতেই, সূর্যের প্রখর তাপে তথা বৃষ্টির অভাবে অধিকাংশ লিচুর মুকুল নষ্ট হয়েছে। এখন আবার ঘূর্ণিঝড়ের আতঙ্ক।
একজন চাষির বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর যোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে৷ এবং তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আড়ৎদারদের কাছে। চাষিদের দাবি, এক ঝুড়ি লিচুর মূল্য যেখানে ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে এখন ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগেই লিচু পেড়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দিচ্ছেন৷ এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা৷
advertisement
গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠালের চাহিদা থাকে খুবই বেশি। বিশেষত, জামাইষষ্ঠীর বাজারে আম ও লিচুর চাহিদা প্রতিবছরই থাকে বেশ ভালই। সেই সময় এই সমস্ত ফলের দাম তুলনামূলকভাবে বেশি৷ বিশেষ করে লিচুর৷ বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার ফলে গ্রীষ্মকালীন বিভিন্ন ফল যেমন আম লিচু ইত্যাদির ফলন নষ্ট হয়েছে৷ তাছাড়া, সূর্যের প্রখর দাবদাহে বেশিরভাগ লিচু ও আমের মুকুল গিয়েছে পুড়ে। সেই কারণে অন্যান্য বারের তুলনায় এবারে গ্রীষ্মকালীন ফল, চাহিদার তুলনায় যোগান কম হবে বলে জানালেন চাষিরা৷
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ধেয়ে আসছে 'অশনি'! পাকার আগেই লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement