Jagadhatri Puja 2021: ৩০০ বছরের প্রাচীন শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ঐতিহ্যবাহী পীরেরহাট বারোয়ারির জগদ্ধাত্রী পূজা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জানা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে স্থাপিত এই জগদ্ধাত্রী
মৈনাক দেবনাথ, শান্তিপুর: দুর্গাপুজোর পর বাঙালির আবেগ জড়িয়ে থাকে জগদ্ধাত্রী পুজোয়। এই পুজো প্রথম শুরু হয়েছিল কৃষ্ণনগরে। জানাযায় মহারাজ কৃষ্ণচন্দ্রই প্রথম এই পুজোর সূচনা করেন। তারপর সেখান থেকে শুরু করে চন্দননগরের এই পুজো প্রচলন হয়। তবে বর্তমানে এই পুজো শুধুমাত্র কৃষ্ণনগর ও চন্দননগরে থেমে নেই। এই পুজো এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। বর্তমানে কোভিড পরিস্থিতি থেকে একটু মুক্তি পাওয়ার আনন্দে সাধারণ মানুষ থাকেন অধীর আগ্রহে। তাই বৃষ্টি উপেক্ষা করেও জেলার বিভিন্ন প্রান্তের পূজামণ্ডপগুলোতে দেখা গেল অগণিত মানুষের ভিড়। নদীয়া জেলায় জগদ্ধাত্রী পূজো বলতে এক কথায় আমরা চিনি কৃষ্ণনগর শহরকেই। তবে কৃষ্ণনগর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে পূজিত হন মা জগদ্ধাত্রী। ঠিক তেমনি শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পীরেরহাট বারোয়ারির জগদ্ধাত্রী পুজো।
শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ঐতিহ্যবাহী পীরেরহাট বারোয়ারির জগদ্ধাত্রী পূজা প্রায় ৩০০ বছরের প্রাচীন। জানা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাতে স্থাপিত এই জগদ্ধাত্রী, প্রায় ৩০০ বছর আগে শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের পীরের হাটে রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের হাতেই স্থাপিত করে এই জগদ্ধাত্রী পূজা তারপর থেকেই নামকরণ হয় পীরেরহাট এর জগদ্ধাত্রী। জানা যায় এখনো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামেই পূজিত হয়ে আসছে মা জগধাত্রী, শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের পীরেরহাট বারোয়ারির জগদ্ধাত্রী পুজোয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক বছরই বহু মানুষের সমাগম হয়। কিন্তু করোনা আবহের কারণে পুজোর জাঁকজমক সেই অর্থে হচ্ছে না এবছর। একদিকে প্রশাসনের বিধি-নিষেধ, অন্যদিকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা। প্রশাসনের বিধি-নিষেধ কে মান্যতা দিয়েই এবছর শান্তিপুর সুত্রাগড় অঞ্চলে ঐতিহ্যবাহী পীরেরহাট মা জগদ্ধাত্রী পূজা কোনরকমে সারছেন পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের নির্দেশ অনুযায়ী এ বছর পূজা মন্ডপ খোলা ভাবে করা হয়েছে। এছাড়াও প্রতিমা দর্শন এর জন্য সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে পুজো কমিটির পক্ষ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ।
Location :
First Published :
November 15, 2021 1:30 PM IST