Nadia News- রানাঘাট মৈত্রীর উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- Published by:Samarpita Banerjee
Last Updated:
শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবেশিত হয় আবৃত্তি, সংগীত
#নদিয়া: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনকে স্মরণ করে রাখতে আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় গোটা বিশ্ব জুড়ে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য প্রথম প্রস্তাব এনেছিল বাংলাদেশ ও সৌদি আরব। এরপরে এই প্রস্তাবকে সমর্থন জানায় ভারত, ইরান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, ইতালি সহ মোট ২৭ টি দেশ এই প্রস্তাবকে সমর্থন জানায়। এর পরেই ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা দেশের সঙ্গে আজ নদিয়ার রানাঘাটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন রানাঘাট মৈত্রীর উদ্যোগে রানাঘাট চৌরঙ্গী মোড়ে স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিবেশিত হয় আবৃত্তি, সংগীত। উপস্থিত ছিলেন রানাঘাটের বহু বিশিষ্টজন ও রানাঘাট মৈত্রীর সদস্যরা।