Nadia News- পণের টাকা না দিতে পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পণের টাকা এবং মোটরসাইকেল সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তার শাশুড়ি এবং স্বামী
#শান্তিপুর: দফায় দফায় পণের টাকার চাপ, টাকা না দিতে পারলে চলত বেধড়ক মারধর। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে দেওয়ার অভিযোগ তুলল গৃহবধূ। শ্বশুর বাড়ি থেকে কোনরকমে প্রাণে বেঁচে এসে শান্তিপুর থানার দ্বারস্থ গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি শান্তিপুর থানার বোয়ালিয়া এলাকার। আক্রান্ত গৃহবধূ অর্পিতা সরকারের অভিযোগ, গত দু'বছর আগে তার বিবাহ হয় শান্তিপুর বোয়ালিয়া অঞ্চলের অনজিৎ বিশ্বাস এর সাথে, বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে যেত শ্বশুরবাড়ির লোকজন। দিনের পর দিন তার ওপর নির্মম অত্যাচার চলত। এর আগেও বেশ কয়েকবার তাকে মারধর করে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পারিবারিক মধ্যস্থতায় আবার শ্বশুরবাড়ি ফিরে যায় অর্পিতা সরকার।
পণের টাকা এবং মোটরসাইকেল সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তার শাশুড়ি এবং স্বামী। লোহার রড দিয়ে মারধর করা হয় গৃহবধূকে। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে গৃহবধূ। পরবর্তীতে জ্ঞান ফিরে এলে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় গৃহবধূ অর্পিতা সরকার ও তার বাবার বাড়ির সদস্যরা। আক্রান্ত অর্পিতা সরকার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূ ও তার পরিবার জানান, আর সংসার করতে চান না ওই পরিবারের সঙ্গে। দিনের পর দিন তাকে যেভাবে মারধর করা হচ্ছে পরবর্তীতে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে। সেই কারণেই তিনি আর সংসার করতে চান না এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন অর্পিতা সরকার। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Location :
First Published :
March 11, 2022 2:31 PM IST