Nadia News- প্রেমিকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী যুবতী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ঘটনায় ওই যুবতীর মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার
#রানাঘাট: প্রেম বড় কঠিন জিনিস। এর সঠিক মর্যাদা কেউ দিতে পারে, কেউবা করে তার অপমান। কেউ ভালোবাসার টানে ছুটে আসে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে, কেউবা তার ভালোবাসার থেকে মুখ ফিরিয়ে নেয় চিরদিনের জন্য। আর তার জেরেই অনেকেই মানসিক অবসাদে ভোগেন, কেউবা বেছে নেন জীবনের অতি কঠিন পথ। তবে সেই পথ বেছে না নিয়ে, পুনরায় নতুন করে বাঁচার লড়াই সঠিক মানুষের পরিচয়। সন্তানকে জন্ম থেকেই তার বাবা-মা মানুষ করেন অতি কষ্টে ও স্নেহের সাথে। তাদের কষ্টের মূল্য না দিয়ে সেই কঠিন পরিণতি বেছে নেওয়া মোটেই কাম্য নয়। তবে ঠিক তেমনই এক নিদর্শন পাওয়া গেল নদিয়ার রানাঘাটে।
প্রেমিকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মানসিক অবসাদ, আর তার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবতী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার মাঠকুমরায়। সূত্রের খবর, রানাঘাট থানার মাঠকুমরার বাসিন্দা, ওই যুবতীর সঙ্গে গত আট বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী কৌশিক মন্ডল নামে এক যুবকের সাথে। অভিযোগ, সম্প্রতি ওই যুবক চাকরি সূত্রে অন্যত্র চলে যায়। আর তারপর থেকেই ওই যুবতীর সঙ্গে দূরত্ব তৈরি হয় ওই যুবকের। সেই দূরত্ব বাড়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিল সে। আর তার জেরেই গতকাল নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবতী। ঘটনায় ওই যুবতীর মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view commentsLocation :
First Published :
March 24, 2022 7:40 PM IST