Nadia News- জনশূন্য গ্যালারিতেই আগামীকাল হতে চলেছে নবদ্বীপের সকার কাপের ফাইনাল ম্যাচ

Last Updated:

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কাল জনশূন্য, নবদ্বীপের সকার কাপের ম্যাচ

নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আগামীকালের সকার কাপের প্রস্তুতি শুরু
নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আগামীকালের সকার কাপের প্রস্তুতি শুরু
#নদিয়া: "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল" স্লোগানটা কানে আসলেই, প্রতিটা ফুটবল প্রেমী বাঙালির বুকের বাঁ দিকটা একটু ধুঁক ধুঁক করে কেঁপে ওঠে। ফুটবল, বাঙালির মনের একাত্বের একটি খেলা। এই ফুটবল খেলাই গত দু মাস ধরে আনন্দে মাতিয়ে রেখেছিল গোটা নবদ্বীপবাসীকে।
নবদ্বীপ অর্থাৎ শ্রীচৈতন্যের তীর্থ নগরী (Nadia News)। যেখানে কান পাতলেই শোনা যায় খোল করতাল নামকৃত্তনের আওয়াজ। নবদ্বীপের বিখ্যাত রাস উৎসবের পর থেকেই যে উৎসবকে ঘিরে নবদ্বীপবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো তা হল এই সকার কাপ। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে এই সকার কাপ আয়োজিত হয়ে আসছে গত সাত বছর ধরে। গত ২৮ নভেম্বর নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল ২৪ দলীয় সকার কাপের শুভ সুচনা।
advertisement
সকার কাপের ফাইনাল খেলা আগামীকাল, অর্থাৎ রাত পোহালেই ফাইনাল। এই ফাইনাল ম্যাচের জন্য গোটা নাবদ্বীপবাসীর উন্মাদনা তুঙ্গে। ফাইনাল ম্যাচের প্রতিযোগী নবদ্বীপ মিলন সংঘ এবং নবদ্বীপ তরুণ সংঘ (Nadia News)। উভয় দলই কালকের ম্যাচ নিয়ে খুবই আশাবাদী। কার মাথায় উঠতে চলেছে জয়ের শিরোপা, কে পেতে চলেছে ফাইনাল ট্রফি সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা নবদ্বীপবাসী।
advertisement
advertisement
কিন্তু বাধ সেধেছে করোনা। করোনা পরিস্থিতির গ্রাফের দিকে তাকিয়ে, বর্তমান অবস্থার কথা মাথায় রেখে প্রশাসন ও খেলার কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন দর্শকশূন্য গ্যালারিতেই হবে এবারের সকার কাপের ফাইনাল ম্যাচ (Nadia News)। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে কোনো জনসমাগম করা নিষিদ্ধ। ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন খেলার কর্মকর্তারা। আর যার জেরে মন খারাপ আপামর নবদ্বীপবাসীর।
advertisement
তবে স্টেডিয়ামে থাকছে লোকাল কেবল চ্যানেলের লাইভ টেলিকাস্টিং। দর্শকরা লোকাল কেবিল চ্যানেলের মাধ্যমে বাড়িতে বসেই দেখতে পারবেন সকার কাপের ফাইনাল ম্যাচ। ফলে সকার ক্লাবের উদ্যোক্তারা আশাবাদী পুরোপুরিভাবে নিরাশ হবেন না নবদ্বীপের দর্শকেরা। এখন দেখার বিষয় আগামীকাল কি হতে চলেছে বহু প্রত্যাশিত নবদ্বীপের সপ্তমতম সকার কাপের ফাইনাল ম্যাচে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- জনশূন্য গ্যালারিতেই আগামীকাল হতে চলেছে নবদ্বীপের সকার কাপের ফাইনাল ম্যাচ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement