Durga Puja 2022: কর্ণাটকের বিধানসভার ভিতরে করা হয়েছে দুর্গাপুজো! অবাক করবে এই পুজোর থিম

Last Updated:

Durga Puja 2022: হাজার হাজার মানুষ ঢুকে পড়ছেন বিধানসভায়। পুজোর থিম অবাক করবে

+
বাদকুল্লা

বাদকুল্লা গাংনী উদয়ন সংঘের পূজা প্যান্ডেল

#নদিয়া: বিধানসভার ভেতরে দুর্গাপুজো। নেই কোনও প্রহরা। অনায়াসে সাধারণ মানুষ সেই বিধানসভার ভেতরে করতে পারবেন যাতায়াত। না এ কোন আসল বিধানসভা নয় তবে কর্ণাটকের বিধানসভার আদলেই বানানো হয়েছে এবছর বাদকুল্লা গাংনী উদয়ন সংঘের এবছরের পুজোর থিম। যা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে।
বাদকুল্লা গাংনী উদয়ন সংঘের এ বছরের পুজো প্যান্ডেলে থিম কর্ণাটকের বিধানসভা। সম্পূর্ণ কর্ণাটকের বিধানসভার আদলেই তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। অবিকল সেই বিধানসভা বানানো হয়েছে এই পাঁচদিনের জন্য। প্যান্ডেলটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাসেরও বেশি বলে জানালেন পুজো কমিটির সভাপতি।
গত দুবছর করোনা মহামারীর কারণে সেভাবে কোনও উৎসব পালন করা হয়নি। তবে এ বছর পরিস্থিতি পাল্টেছে পুরনো ছন্দে আবারও ফিরে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারি এক নিদর্শন পাওয়া গেল বাদকুল্লায়। বাদকুল্লার গাংনী উদয়ন সংঘের প্রতিমাটি তৈরি করেছেন একজন মহিলা মৃৎশিল্পী তিনি স্থানীয় এলাকারই বাসিন্দা।
advertisement
advertisement
উল্লেখ্য নদিয়া জেলার একাধিক জায়গায় দুর্গাপুজোয় বিশালাকার থিমের প্যান্ডেল তৈরি করা হয়। তার মধ্যে বাদকুল্লা অন্যতম। প্রতিবছর বাদকুল্লার বিভিন্ন ক্লাবে রীতিমতো প্রতিযোগিতা চলে থিমের পুজোর। আর তাই দেখতে ভিড় জমান গোটা নদিয়াবাসী। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। পঞ্চমী থেকেই পুজো মণ্ডপগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত বারোটার পরেও যেখানে অন্যান্য দিনগুলিতে রাস্তাঘাট থাকে শুনশান তবে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সমাগম আলোর রোশনাইতে সময় বোঝা দায়। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে দু বছর পর দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2022: কর্ণাটকের বিধানসভার ভিতরে করা হয়েছে দুর্গাপুজো! অবাক করবে এই পুজোর থিম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement