Nadia News: ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলসঙ্কট! কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ

Last Updated:

হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ দীর্ঘ ২৫ দিন ধরে শৌচালয় নেই জল। বাইরে থেকে জল কিনে এনে শৌচালয় ব্যবহার করতে হচ্ছে।

+
ফুলিয়া

ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

নদিয়া: এই হাঁসফাঁস গরমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলসঙ্কট। হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীনতার অভিযোগ রোগীদের। ফুলিয়া ব্লক প্রাথমিক হাসপাতাল দীর্ঘদিন ধরে পানীয় জল সংকট রয়েছে পাশাপাশি হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ডের শৌচালয়ে নেই জল। হাসপাতালের বাইরে থেকে জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে রোগীদের। আর তাতেই সমস্যায় পড়ছেন হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগী ও তার পরিবার। হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ দীর্ঘ ২৫ দিন ধরে শৌচালয় নেই জল। বাইরে থেকে জল কিনে এনে শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। ডায়রিয়া ও ট্রাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন হাসপাতালে। বর্তমানে জলের অভাবে সমস্যায় পড়ছেন। বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সূরাহা মেলেনি বলে অভিযোগ।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছে, হাসপাতালে নেই কোনও পরিষেবা। এছাড়াও অভিযোগ করছেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে আসেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হাসপাতালের চিকিৎসা উপর নির্ভরশীল একাধিক দরিদ্র সীমার নীচে বসবাসকারী পরিবারগুলো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের জল সংকটের খবর সংগ্রহ করতে গেলে আমাদেরকে দেখে তড়িঘড়ি শৌচালয় জলের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে হাসপাতাল চত্বরে রয়েছে একাধিক পানীয় জলের কল ও সজল ধারা প্রকল্প। প্রত্যেকটি পানীয় জলের কল ও সজল ধারা প্রকল্প অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তার ফলেই পানীয় জল পাচ্ছেন না হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। এই দরিদ্র পরিবারগুলো যারা হাসপাতালের উপর নির্ভরশীল তারা অর্থের অভাবে ওষুধ পর্যন্ত কিনতে পারেন না, তাদেরকেও পানীয় জল কিনে পান করতে হচ্ছে। হাসপাতালের জলের সংকটের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি সরোজমিনে হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন এবং রোগীদের সমস্যার কথা শোনেন। হাসপাতালের এই পরিস্থিতির কথা জানতে পেরে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নদিয়া জেলা স্বাস্থ্য আধিকারিক। এখন দেখার যে হাসপাতালে কত দ্রুততার সহিত পানীয় জলের সংকট মেটে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পানীয় জলসঙ্কট! কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement