Nadia News- শিবরাত্রির দিনে শিবলিঙ্গে জল ঢালার জন্য ভক্তদের ভিড় শিবনিবাস মন্দিরে

Last Updated:

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে

+
শিবলিঙ্গে

শিবলিঙ্গে মালা পড়াচ্ছেন একজন মহিলা ভক্ত

#নদিয়া: আজ মহা শিবরাত্রি। সারা দেশের ভক্তরা আজকের দিনে শিবের মাথায় জল ঢালেন, তার পুজো করেন। নদিয়ার মাজদিয়া কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাস মন্দির, যেটি তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মাজদিয়া শিব নিবাস অঞ্চলে আসেন একবার। তার পরেই তিনি এই মন্দিরটি বানান। এছাড়াও আরও অনেক বিস্তর কাহিনী রয়েছে এই শিবনিবাস মন্দির ঘিরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। বহু দূর দূরান্ত থেকে ভক্তের ঢল আসেন এই শিব নিবাস মন্দিরে পুজো দিতে। বিশেষত শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা। করোনা মহামারীর কারণে গত দুই বছর সেই মেলা বসতে পারেনি। তবে এবারে মহামারীর প্রভাব কিছুটা কমতেই প্রশাসনের নির্দেশে মেলা বসেছে শিবরাত্রির বেশ কয়েকদিন আগেই। আজকের দিনে বহু দূর দূরান্ত থেকে কেউ পায়ে হেটে কেউবা গাড়িতে করে ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে ও ভক্তি সহকারে পুজো দিতে।
প্রসঙ্গত কিছুদিন আগেই শিবনিবাস মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিবনিবাস মন্দির সংলগ্ন চূর্ণী নদীতে ভক্তরা পুজো দিতে এলে স্নান করেন। কিন্তু নদীর পাড় কাঁচা হওয়ায় খুব অসুবিধায় পড়তে হয় ভক্তদের। তাই তিনি জানান নিজের তহবিলের টাকা দিয়ে তিনি শিবনিবাস মন্দির সংলগ্ন চূর্ণী নদীর স্নানঘাট সিমেন্টের বাঁধিয়ে দেবেন। তার এই প্রতিশ্রুতি দেওয়াতে খুশি স্থানীয় এলাকার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- শিবরাত্রির দিনে শিবলিঙ্গে জল ঢালার জন্য ভক্তদের ভিড় শিবনিবাস মন্দিরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement