হোম /খবর /নদিয়া /
নদীর ব্রিজে প্রেমিকের সঙ্গে বচসা! তারপরই যা করল কিশোরী, শুনলে চমকে উঠবেন!

Student Mystery Death|| নদীর ব্রিজে প্রেমিকের সঙ্গে বচসা! তারপরই যা করল কিশোরী, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে!

X
title=

Student Mystery Death: নন্দীঘাটের বাসিন্দা একাদশ শ্রেণির তরুণী অন্বেষা বর্মন বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে...

  • Share this:

রানাঘাট: প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি এবং তারপরেই চূর্ণী নদীর ব্রিজ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া এলাকায়। সূত্রের খবর, নদিয়ার রানাঘাট নন্দীঘাটের বাসিন্দা একাদশ শ্রেণির তরুণী অন্বেষা বর্মন বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে। সে বর্তমানে আনুলিয়া হাই স্কুলের ছাত্রী।

জানা যায়, ওই পড়ুয়া বিকেল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছিল টিউশন পড়তে যাওয়ার জন্য। টিউশন থেকে বেরিয়ে অটো করে চলে যায় চূর্ণী নদীর ব্রিজের সামনে। কিশোরীর বাবা জানায়, চূর্ণী নদীর ব্রিজের উপরেই এক যুবকের সঙ্গে সে দেখা করে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তার জেরেই তৎক্ষণাৎ সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়।

আরও পড়ুনঃ বিটরুট দিয়ে সহজেই তৈরি করে ফেলুন টোনার, ত্বক হবে সুন্দর আর টানটান

এরপরেই প্রত্যক্ষদর্শীরা খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে। ওই কিশোরীর ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে পরিচয় পত্র বের করে খবর দেওয়া হয় পড়ুয়ার বাড়িতে। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যে বিলম্ব হয়। মঙ্গলবার সকালে বিপর্যয় মোকাবিলা কর্মীরা উদ্ধারকার্যে নামেন নদীতে। কিশোরীর পরিবারে খবর জানতেই কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

Mainak Debnath

Published by:Shubhagata Dey
First published:

Tags: Nadia