Nadia: বিএসএফ-এর বাইক কলাকৌশল চাপরায়, প্রদর্শন করা হল একাধিক স্টান্ট

Last Updated:

নিজেদের কৃতিত্ব তুলে ধরতে এবং সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে ২০০০ কিলোমিটার বাইক র‍্যালি বিএসএফদের। বিএসএফ অথবা সীমান্তরক্ষী বাহিনীদের আমরা সকলেই সম্মান ও শ্রদ্ধা করে থাকি।

+
title=

#নদিয়া : নিজেদের কৃতিত্ব তুলে ধরতে এবং সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতে ২০০০ কিলোমিটার বাইক র‍্যালি বিএসএফদের। বিএসএফ অথবা সীমান্তরক্ষী বাহিনীদের আমরা সকলেই সম্মান ও শ্রদ্ধা করে থাকি। দিনরাত পরিবারের থেকে দূরে থেকে তারা আমাদের সীমান্ত পাহারা দিয়ে চলেছেন শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য। এবার এই বিএসএফদেরই বাইক র‍্যালি এসে পৌঁছাল নদিয়ায়। নদিয়ার চাপরা সীমান্তে বিএসএফের ক্যাম্পে র‍্যালি এসে পৌঁছায়। এই র‍্যালির বাইক বাহিনীরা তাদের বিভিন্ন কলা কৌশল দেখান সাধারণ মানুষকে।
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেঘালয়ের শিলং থেকে গত সেপ্টেম্বরের ১ তারিখে ৩৪ জনের বাইক র‍্যালি শুরু করেন তারা। এদের মধ্যে ১৭ জনের পুরুষ জওয়ান জাভাস টিম এবং রয়েছে ১৭ জনের মহিলা সীমা ভবানী টিম। এর আগেও এই টিমটি দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত বাইক র‍্যালি করেছিল বলে জানা যায়। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই বাইক র‍্যালি শুরু হয়। ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করা হবে বলে জানা যায়। এবং এই র‍্যালি শেষ হবে দিল্লিতে গিয়ে আগামী ১৬ ই সেপ্টেম্বর।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়তি অনুদানের ফলে খুশি জেলার ব্যবসায়ীরা
নদিয়ার চাপরা সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে কলকাতার উদ্দেশ্যে। শুধু তাই নয় র‍্যালিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষদের জাগরিত করবেন বলে জানা যায়। এই র‍্যালির উদ্দেশ্য বিএসএফদের প্রতি মানুষের সম্মান ও স্নেহ বাড়ানো। বিএসএফদের দেখলে সাধারন মানুষের মনে যেন ইচ্ছে জাগে তাদের বিএসএফে ভর্তি হওয়ার এটাই তাদের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে বিএসএফ সূত্রে।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: বিএসএফ-এর বাইক কলাকৌশল চাপরায়, প্রদর্শন করা হল একাধিক স্টান্ট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement