সোজা নবদ্বীপ থেকে দিঘা চলে যান এক বাসেই, চালু হল বাতানুকূল বাস পরিষেবা
Last Updated:
Nadia News: যাত্রী আসন সংখ্যা রয়েছে ৪৯ টি। জেনে নিন ভাড়া ও সময়
#নবদ্বীপ: এবার নবদ্বীপ ঘাট থেকে দিঘা যাওয়ার চালু হল বাতানুকূল বাস পরিষেবা। শনিবার আনুমানিক রাত আটটা নাগাদ নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ড থেকে প্রথম ছাড়ে দিঘা যাওয়ার এই বাসটি। সম্পূর্ণ বাতানুকূল এই বাসের যাত্রী আসন সংখ্যা রয়েছে ৪৯ টি। প্রতিদিন রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই এই বাতানুকুল বাস ছাড়বে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড থেকে, এরপর কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়ানোর পর ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট, চাকদহ, বারাসাত, মধ্যমগ্রাম ও দমদম আড়াই নম্বর থেকে বালি ব্রিজ হয়ে এই বাস দিঘা পৌঁছবে আনুমানিক ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে, বলে জানালেন বাসের ড্রাইভার সুরেশ সর্দার।
আরও পড়ুন North 24 Parganas News: ডিজে গান বাজিয়ে ১১৯ বছরের 'দাদু'কে শেষ বিদায় জানাল গোটা গ্রাম
জানা যায় কলকাতার শহরের মধ্যে প্রবেশ করবে না এই বাস। ফলে আশা করা যাচ্ছে যাত্রাপথের সময় বেশ কিছুটা কম হবে। এবং পুনরায় দিঘা থেকে সকাল নটা পঞ্চাশ মিনিটে নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে এই বাস। এবং আনুমানিক সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে এসে পৌঁছাবে এই বাতানুকূল বাসটি। আপাতত একটি বাসই চালু করা হয়েছে তবে এক মাসের মধ্যে আরও একটি বাস চালু করা হবে বলে জানা গিয়েছে ।
advertisement
এর আগে নবদ্বীপ, মায়াপুর কিংবা কৃষ্ণনগর থেকে সরাসরি দিঘার বাতানুকূল বাস ছিল না৷ কৃষ্ণনগর থেকে যেই বাস গুলি দিঘার উদ্দেশ্যে যেত সেগুলি আসত ডোমকল হয়ে৷ সেই কারণে কৃষ্ণনগর কিংবা নবদ্বীপের বাসিন্দাদের বাসের সিট পেতে সমস্যা হত। তবে সেই দুঃখ হয়তো চিরদিনের জন্য ঘুচলো নবদ্বীপ ও কৃষ্ণনগরবাসীর। এবার থেকে সপ্তাহ শেষের ছুটির জন্য অপেক্ষা করতে হবে না ট্রেনের ওয়েটিং লিস্টের জন্য। নিজের বাড়ির সামনে দিয়েই সরাসরি বাঙালির অন্যতম প্রিয় জায়গা দিঘায় বাতানুকুল বাসে যাওয়া সম্ভব হবে।
advertisement
advertisement
আরও পড়ুন রেজাল্ট রিভিউ করেই বাজিমাত! ষষ্ঠ র্যাঙ্ক পেলেন কান্দি জেমোর ছাত্রী সুদেষ্ণা ঘোষ
নবদ্বীপ ঘাট থেকে দিঘা যেতে বাতানুকুল এই বাসে ভাড়া লাগবে জন প্রতি ৬০০ টাকা। অগ্রিম টিকিট বুক করারও ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। অগ্রিম টিকিট বুক করতে হলে আপনাকে ফোন করতে হবে ৮৯৪২৮৮২৫৮৩/৯৬৩৫৭৫৭২২৪ এই দুই নম্বরে। স্বাভাবিকভাবেই এতদিন পর নবদ্বীপ ঘাট থেকে দিঘা যাওয়ার সরাসরি বাতানুকূল বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুশি নবদ্বীপ এবং কৃষ্ণনগরবাসী।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
August 22, 2022 12:25 PM IST

