Nadia: হরিণঘাটার গবেষক ছেলের মৃত্যুর বিচার চান মা

Last Updated:

ল্যাবরেটরী থেকে উদ্ধার হয় গবেষক ছাত্রের মৃতদেহ

+
থানার

থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি মৃত গবেষকের মা

নদিয়া: ল্যাব (Laboratory) থেকে উদ্ধার হয় গবেষক (Researcher) ছাত্রের মৃতদেহ (Dead body)। মৃত ওই যুবকের পাশেই পাওয়া যায় একটি সুইসাইড নোট (Suicide note)। মৃত ওই যুবকের নাম শুভদীপ মিত্র বয়স আনুমানিক ২৯ বছর। তবে এই সুইসাইড নোট পাওয়ার পর থেকেই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত জানা যায় ওই সুইসাইড নোটে লেখা রয়েছে ডক্টর চিরঞ্জীব মিত্র নামে এক প্রফেসরের নাম। ওই শিক্ষা প্রতিষ্ঠান বাকি পড়ুয়াদের অভিযোগ শুভদীপের মৃত্যুর জন্য ওই প্রফেসরই দায়ী। গবেষক ছাত্র শুভদীপ রায় আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিণঘাটা মোহনপুর ISSER ক্যাম্পাসে। জানা যায়, গত সোমবার দিন পদার্থবিদ্যার ল্যাবে তার দেহ মেলে, পাশাপাশি এই ঘটনার পর শুভদীপ এর কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়। যেখানে লেখা রয়েছে চিরঞ্জিত মিত্র তার গাইড ছিলেন তিনি তাকে সাহায্য করছিলেন না বলে মানসিকভাবে ভেঙে পড়েছিল শুভদীপ। যার কারণে এই আত্মহত্যা। এই ঘটনার পর তার মা রঞ্জনা রায় ওই অধ্যাপকের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। পাশাপাশি গত দুদিন ধরে ক্যাম্পাসে দোষীর শাস্তি দাবিতে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রী গবেষকরা। এই ঘটনায় ইনস্টিটিউটের ডিরেক্টর সৌরভ পাল জানান, দুঃখজনক ঘটনা একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হচ্ছে, পাশাপাশি পুলিশের সমস্ত রকম তদন্তে সাহায্য করবে ইনস্টিটিউট এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: হরিণঘাটার গবেষক ছেলের মৃত্যুর বিচার চান মা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement