Mayapur ISKCON|| ৫০০০ ভক্তের সমবেত কণ্ঠে মায়াপুর ইসকনে গীতা পাঠ, দেখুন মন ভাল করা ভিডিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
5000 devotees read The Bhagavad Gita together at Mayapur ISKCON: দেশ বিদেশের অসংখ্য ভক্তরা এসে গীতা পাঠে সামিল হলেন, ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও।
#মায়াপুর: ৫০০০ কণ্ঠে একইসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হল গীতা পাঠ। সোমবার সকাল থেকে নদিয়া জেলার মায়াপুর ইসকন মন্দিরে আয়োজন করা হয় গীতাপাঠ ও যজ্ঞ অনুষ্ঠানের। দেশ তথা বিশ্ব শান্তির উদ্দেশ্যে, ভগবত গীতাকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে এবং গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত করতে মায়াপুর ইসকন মন্দিরে ৫০০০ ভক্তের সমন্বয়ে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
মায়াপুর ইসকন মন্দিরের গোশালার পাশে ফাঁকা ময়দানে এক বিশালাকার মঞ্চ করা হয়েছিল। পাশাপাশি চারটি মঞ্চ তৈরি করা হয়েছে যার মধ্যে একটি বসুদেব কুটুম্বকম, একটি প্রভুপাদ মঞ্চ, একটি গীতা মঞ্চ এবং একটি সারস্বত মঞ্চ। প্রত্যেক মঞ্চেই দেশ বিদেশের বিভিন্ন ভক্তরা এসে গীতা পাঠে সামিল হন।
আরও পড়ুনঃ পোষ্য ছাগল নিয়ে ২ পরিবারের মারামারি! রণক্ষেত্র কান্দি, ভাইরাল ভিডিও
সোমবার সোমবার সকাল থেকেই ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন মন্দিরের গোশালার পিছনে যে ফাঁকা ময়দান আছে সেখানেই ভক্তদের আসন পরিপূর্ন। প্রত্যেক ভক্তদের হাতেই রয়েছে গীতা। বেলা ১১টা নাগাদ পাঁচ হাজার ভক্তের সমবেত কন্ঠে শুরু হয় গীতা পাঠ।
advertisement
advertisement
ভক্তদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্বরাও উপস্থিত হয়েছেন। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনিও এই গীতা পাঠ অনুষ্ঠানে সামিল হন। অন্যান্য ভক্তের মতোই তিনিও হাতে গীতা নিয়ে সকলের সঙ্গে গীতা পাঠ করেন।
Mainak Debnath
Location :
First Published :
December 06, 2022 11:14 AM IST