WB Panchayat Election 2023: হুইল চেয়ারে চেপেই মনোনয়ন পত্র জমা বিশেষভাবে সক্ষম পার্থর! ভোট লড়বেন বিজেপির হয়ে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
WB Panchayat Election 2023: মনে শক্তি থাকলে কোনও বাধাই বাধা নয়। প্রমাণ করলেন পার্থ!
মুর্শিদাবাদঃ শারিরীক প্রতিবন্ধকতা হলেও হার মেনে যাননি। বিশেষভাবে সক্ষম হয়েও ভোটের লড়াই করার সিদ্ধান্ত এক যুবকের, জমা করলেন মনোনয়ন পত্র। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের ২৬৭ নম্বর ডাঙ্গাপাড়া বুথ থেকে মনোনয়নপত্র জমা দিল এক বিজেপির প্রার্থী। এ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা করলেন এক বিশেষভাবে সক্ষম যুবক। তার নাম পার্থ সাহা। ভোটে জয়ী হয়ে মানুষের হয়ে কাজ করা একমাত্র লক্ষ্য ।
বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এবছর ভারতীয় জনতা পার্টি থেকে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন পার্থ সাহা। পার্থ সাহা বিশেষ ভাবে সক্ষম। হাঁটতে পারেন না জন্ম থেকেই। ফলে তার একমাত্র ভরসা হল হুইল চেয়ার। আর সেই হুইল চেয়ার নিয়েই মনোনয়ন পত্র জমা দিলেন তিনি।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনে নিজে হুইল চেয়ার নিয়েই মনোনয়ন পত্র জমা দেওয়া না, আগামী দিনে মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করবেন। সাধারণ মানুষের জন্য কাজ করা একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন পার্থ সাহা।তবে মনোনয়ন জমা দেওয়াতে খুশি প্রকাশ করেছেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপির নেতৃত্বরা। তার অদম্য ইচ্ছা শক্তি কে কুর্নিশ জানিয়েছেন জেলা বিজেপির নেতৃত্বরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 4:12 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
WB Panchayat Election 2023: হুইল চেয়ারে চেপেই মনোনয়ন পত্র জমা বিশেষভাবে সক্ষম পার্থর! ভোট লড়বেন বিজেপির হয়ে!