Murshidabad News: প্রশাসন নির্বিকার, তাই নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরির কাজ শুরু করল গ্রামবাসীরা 

Last Updated:

ঝিকড়ি এলাকায় আড়াই কিলোমিটার রাস্তা সরকারিভাবে সহযোগিতা না পেয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা তৈরি শুরু করল।

+
title=

মুর্শিদাবাদঃ বেলডাঙা দুই ব্লকের অন্তর্গত কাশিপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি এলাকায় আড়াই কিলোমিটার রাস্তা সরকারী ভাবে সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হল। জানা যায়, ঝিকড়ি গ্রামে আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে বারবার অভিযোগ জানানো হলেও এই রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তার কাজ শুরু করে দিল গ্রামের বাসিন্দারা। নিজেরা ইট ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে।
যখন রাজ্যে জুড়ে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির কাজের প্রকল্প চলছে তখন ভগ্নদশায় ভুগতে থাকা গ্রামের নিজেদের অর্থ দিয়েই রাস্তা সংস্কারের উদ্যোগ নিল বেলডাঙা দুই ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি এলাকার বাসিন্দারা। ঝিকড়ি এলাকায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুন ঃ বারাসাতের বিস্ফোরণের রাতেই ফের বিস্ফোরণ! কেঁপে উঠল ভরতপুর, কে ছিল ওই দু’জন?
রাস্তাটি মাটির হওয়ার কারণে বর্ষা কালে বৃষ্টি হতেই কাদা জমতে শুরু করে। ফলে অত্যন্ত সমস্যায় পড়তে হতো গ্রামের বাসিন্দাদের। যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ার কারণে গ্রামের বাসিন্দাদের দাবি ছিল রাস্তাটি সংস্কার করে দেওয়ার। কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে বারবার অভিযোগ জানানো হলেও রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ গ্রামবাসীদের।
advertisement
advertisement
নির্বাচনের সময়ে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই রাস্তা সংস্কার হয়না। যার কারণে দুই লক্ষ টাকা চাঁদা তুলে ইট ফেলে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগ এই রাস্তা দিয়ে রোগীদের নিয়ে যেতে, এমনকী স্কুল কলেজে যেতেও সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন ঃ দত্তপুকুর বিস্ফোরণে মুর্শিদাবাদ যোগ! সুতির একই পরিবারের ৫ জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার, থমথমে গ্রাম
তাই প্রশাসন উদ্যোগী না হওয়ার কারণে নিজেরা দুই লক্ষ টাকা চাঁদা তুলে এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও কাশিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান এই রাস্তার টেন্ডার হয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনের কারণে কাজ করা হয়নি। তবে খুব শীঘ্রই এই রাস্তার কাজ করা হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রশাসন নির্বিকার, তাই নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরির কাজ শুরু করল গ্রামবাসীরা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement