Murshidabad News: ফিরে তাকায়নি প্রশাসন, চাঁদা তুলে রাস্তা গড়লেন গ্রামের বাসিন্দারা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও লাভ হয়নি, শেষে গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা তৈরি করলেন
মুর্শিদাবাদ: স্থানীয় জনপ্রতিনিধিদের বারংবার জানিয়েও তৈরি হয়নি রাস্তা। অবশেষে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরি করলেন। হরিহরপাড়ার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বারবার প্রশাসনকে বলার পরেও গ্রামের বেহাল রাস্তা তৈরি হয়নি। এই রাস্তার জন্য ঘটছিল দুর্ঘটনাও। তাই শেষ পর্যন্ত চাঁদা তুলে রাস্তা তৈরির উদ্যোগ নিলেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, মোহনপুর প্রাইমারি স্কুল থেকে নদীর ধার বরাবর প্রায় ৫০০ মিটার রাস্তা বেহাল অবস্থা পড়ে আছে। অল্প বৃষ্টিতেও ওই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। ওই এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। পড়ুয়াদের জল-কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। ফলে অনেক সময় কাদাতে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। আর তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরা চাঁদা তুলে, স্বেচ্ছাশ্রম দিয়ে ইটের টুকরো, ঘেঁস দিয়ে রাস্তা তৈরির উদ্যোগ নেন।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা কেউ ১০০, কেউবা ৫০০ টাকা চাঁদা দিয়ে এই রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসেন। এদিকে এই প্রসঙ্গে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক জানান, এই ধরনের ঘটনা হওয়ার কথা নয়। সরকারি স্তরে অনেক রাস্তার কাজ করা হয়েছে। পথশ্রী বা রাস্তাশ্রী প্রকল্পের অধীনে কাজ করা হয়েছে। তবে যদি কোনও রাস্তার কাজ বাকি থাকে তবে কথা বলেই সেই রাস্তা সংস্কার করা হবে বলে জানান তিনি।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 05, 2023 5:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফিরে তাকায়নি প্রশাসন, চাঁদা তুলে রাস্তা গড়লেন গ্রামের বাসিন্দারা