Murshidabad News: সরকারী খরচে লাগানো গাছ রাতের অন্ধকারে কেটে নেওয়া হচ্ছে অবাধে
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচা সম্ভব নয়। গাছ আমাদের জীবনকে রক্ষা করছে, কিন্ত আমরা তাদের রক্ষা করতে ব্যর্থ। নিত্যদিন প্রশাসন তথা পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে গাছ।
মুর্শিদাবাদঃ ক্যানেলের বাঁধে লাগানো গাছ চুরির অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বাঁধের ওপর থেকে উধাও হচ্ছে শতাধিক গাছ। বালি চুরি, মাটি চুরির পর ফের ভরতপুরে চুরির ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচা সম্ভব নয়। গাছ আমাদের জীবনকে রক্ষা করছে, কিন্ত আমরা তাদের রক্ষা করতে ব্যর্থ। নিত্যদিন প্রশাসন তথা পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে গাছ। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
আরও পড়ুন ঃ ফলন কম, আকারেও একেবারে ছোট! মুর্শিদাবাদে লিচু চাষিদের মাথায় হাত
মুর্শিদাবাদের ভরতপুর ১ নাম্বার ব্লকের অন্তর্গত আলুগ্ৰাম অঞ্চলে অবস্থিত ক্যানেলের বাঁধ। আর সেই ক্যানেলের বাঁধ থেকে রাতারাতি শয়ে শয়ে গাছ কেটে পাচারের অভিযোগ উঠল স্হানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। একদিকে প্রখর রৌদ্র ও অতিরিক্ত তাপমাত্রার জেরে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এভাবেই গাছ কাটা হচ্ছে কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের। তাদের দাবি পঞ্চায়েত যদি একটু নজরদারি চালায় তাহলে এই ধরনের বেআইনী ভাবে গাছকাটা বন্ধ হবে।
advertisement
অপরদিকে শাসকদলের মদতেই দুষ্কৃতীরা এভাবে পরিবেশকে নষ্ট করে। রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করার ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলি আঙুল তুলেছে প্রশাসন ও শাসক শিবিরের দিকে। যদিও এই ঘটনায় শাসকদলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই বিষয়ে কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তাই ঘটনায় কোন আটক বা অভিযুক্ত খোঁজ পাওয়া যায়নি।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2023 3:28 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সরকারী খরচে লাগানো গাছ রাতের অন্ধকারে কেটে নেওয়া হচ্ছে অবাধে







