হোম /খবর /মুর্শিদাবাদ /
ছাত্র নেতার দাদাগিরি! হেলমেট না পরায় পুলিশ বাইক আটকাতেই করল এই কাজ

Murshidabad News: ছাত্র নেতার দাদাগিরি! হেলমেট না পরায় পুলিশ বাইক আটকাতেই দলবল নিয়ে বসে পড়ল রাস্তায়

রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে হেলমেটবিহীন এক বাইক আরোহীকে আটকায় ট্রাফিক পুলিশ। যিনি তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা। এরপরই যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: শাসকের দাদাগিরি। কোন‌ও বড় নেতা-মন্ত্রী মায় কাউন্সিলর নন, সামান্য ছাত্রনেতার আস্ফালনে দীর্ঘক্ষণ ভুগতে হল পথ চলতি মানুষকে। বিনা হেলমেটে বাইক চালানোয় আইন মেনে আটকেছিল পুলিশ। আর তাতেই তৃণমূল ছাত্র পরিষদ নেতার চূড়ান্ত আস্ফালন দেখল রঘুনাথগঞ্জ।

সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি সারাদিন রাত পালন করছে রাজ্যের ট্রাফিক পুলিশ। পথ নিরাপত্তা সপ্তাহ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। সর্বত্রই প্রচার করা হচ্ছে, হেলমেট পরে বাইক চালান। সেই সাবধানবাণী কানে না তোলায় প্রায় প্রতিদিনই কারোর না কারোর প্রাণ যাচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে শাসকদলের নেতাকর্মীরাই সরকারের সেই সতর্কবার্তা কানে তুলছে না।

আরও পড়ুন: ধৃত শান্তনুর আরেক কীর্তি প্রকাশ্যে! ১০০ দিনের কাজে অ্যালোভেরার বাগান তৈরি করেছিলেন

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে রমজান মাস। সেই উপলক্ষে জঙ্গিপুরের বিধায়ক জাকির হুসেনের নেতৃত্বে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের নিয়ে বৈঠক করা হয় রঘুনাথগঞ্জে। সেই বৈঠক শেষে সকলে ফিরছিলেন। কিন্তু কারোর মাথাতেই হেলমেট ছিল না। রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে হেলমেটবিহীন এক বাইক আরোহীকে আটকায় ট্রাফিক পুলিশ। যিনি তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা। এরপরই যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা রাস্তায় বসে পড়েন। তাদের অভিযোগ, হেলমেট না পরায় আইন মেনে ট্রাফিক পুলিশ ওই ছাত্র নেতাকে ফাইন করতেই পারত। কিন্তু তা না করে মারধর করেছে। পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার ট্রাফিক ওসির বিরুদ্ধে বেআইনিভাবে বাইক আরোহীদের থেকে টাকা তোলার অভিযোগ আনা হয়।

তৃণমূল যুব ও ছাত্র নেতাদের পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই পথ অবরোধের জেরে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের সাধারণ নেতাকর্মীরাও মনে করেন তাঁদের জন্য সব ছাড়। তাই হেলমেট না পড়ে তাঁরা রাস্তায় দাদাগিরি করে বেড়ান।

কৌশিক অধিকারী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Murshidabad news, Road Block