Murshidabad News: চলছে সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ, তবে সেভাবে নেই অর্ডার! চিন্তায় মৃৎশিল্পীরা

Last Updated:

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কুমোরটুলিতে চলছে প্রতিমা  গড়ার কাজ, চলছে শেষ মুহূর্তের রং ও তুলি। তবে অনেক ঠাকুর এখনও পর্যন্ত বায়না না হওয়ার জেরে তীব্র আশঙ্কা প্রকাশ করছেন মৃৎ শিল্পীরা

+
চলছে

চলছে সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ, তবে অর্ডার কম তাই চিন্তায় মৃৎশিল্পীরা

মুর্শিদাবাদঃ আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তারপরেই হবে সরস্বতী পুজো । মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কুমোরটুলিতে চলছে প্রতিমা  গড়ার কাজ, চলছে শেষ মুহূর্তের রং ও তুলি। তবে অনেক ঠাকুর এখনও পর্যন্ত বায়না না হওয়ার জেরে তীব্র আশঙ্কা প্রকাশ করছেন মৃৎ শিল্পীরা।
কোভিড কাটিয়ে এবছর সরস্বতী পুজোতে মেতে উঠবেন সকলেই।হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্‍ ধর্মীয় উত্‍সব সরস্বতী পুজো।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে মর্ত্যে আসছেন দেবী শুক্লা। মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। ইতিমধ্যেই বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রাত দিন এক করেই চলছে প্রতিমার রং থেকে চক্ষু দান।
advertisement
advertisement
তবে প্রতিমার বায়না ঠিক মতো না হওয়ার জেরে চিন্তিত মৃৎ শিল্পীরা। মৃৎ শিল্পীদের কথায়,‘‘ সামনের সপ্তাহে সরস্বতী পুজো উপলক্ষ্যে প্রতিমা তৈরি করা হয়েছে। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করা হলেও  এখনও অর্ধেক প্রতিমা বায়না সম্পন্ন হয়নি। যার ফলে একটু চিন্তিত।’’
advertisement
তবে এবছর প্রতিমার দাম একহাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। এও দাবি মৃৎ শিল্পীদের, প্রতিমা আগের থেকে  যারা বায়না করছেন তারা অতিরিক্ত দাম দিতে রাজি নন। তার উপর আছে বিক্রিতে ভাটা । তাই বিক্রেতারা ঠাকুরের দাম বাড়াতেও পারছেন না ফলে লাভের কথা তো দুর, খরচ উঠবে কিনা সংশয়ে।
advertisement
কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর বাঙালির অন্যতম ভ্যালেন্টাইন ডে তথা সরস্বতী পুজো মেতে উঠবেন আট থেকে আশি সকলেই। তবুও চিন্তিত কুমোরটলির মৃৎ শিল্পীরা।
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চলছে সরস্বতী প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ, তবে সেভাবে নেই অর্ডার! চিন্তায় মৃৎশিল্পীরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement