Murshidabad News- নিমতিতা বিস্ফোরণকাণ্ডের একবছর পূর্ণ, কীভাবে ঘটেছিল সেদিনের বিস্ফোরণ, দেখুন সেই ভিডিও

Last Updated:

নিমতিতা বিস্ফোরণকাণ্ডের একবছর, আজও অধরা মূল অভিযুক্তরা

+
নিমতিতা

নিমতিতা বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ জাকির হোসেনের 

#জঙ্গিপুরঃ ২০২১ সালে ১৭ই ফেব্রুয়ারি, একবছর আগে নিমতিতা ষ্টেশনে বোমা বিস্ফোরণ হামলায় আহত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ একাধিক জন। ঘটনার পর কেটে গিয়েছে এক বছর। বর্তমানে পায়ে চোট নিয়ে হাঁটা চলা করেন জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেন। নিজের উপর বোমা হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিলে সামিল হলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। নিমতিতা বিস্ফোরণে চক্রান্তকারীদের গ্রেফতারের দাবিতে নিমতিতার অরঙ্গাবাদ নেতাজি মোড় থেকে শুরু হয় এদিনের পদযাত্রা। পদযাত্রায় অংশগ্রহণকারীদের দাবি, মূল চক্রান্তকারীদের আড়াল করা হচ্ছে। পদযাত্রায় স্থানীয়রা দাবি তোলেন, জাকির হোসেনকে খুনের জন্যই হামলা হয়েছিল। তাও প্রকৃত অপরাধীদের গ্রেফতার করেনি এনআইএ।
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর ভাবে আহত হয়েছিলেন জাকির হোসেন। সেই সময় শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন জাকির। জাকির কলকাতায় দলীয় বৈঠকে যাওয়ার জন্য ট্রেন ধরতে নিমতিতা রেল স্টেশনে হাঁটছিলেন। স্টেশনেই ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অন্ধকারে পড়ে থাকা একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণ হামলায় আহত হন মোট ২৭জন। কারোর পা চলে গিয়েছে,কারোর হাত চলে গিয়েছে। ঘটনার দিনের বিবরণ দিলেন আহত এক জাকির হোসেন অনুগামী এজাজ হোসেন। বর্তমানে এজাজ হোসেন তিনি গুরুতর জখম অবস্থায় ভর্তি। ঘটনার দিনের বিবরণ দিলেন। ষ্টেশনে সেইদিন অন্ধকার করে রাখা হয়েছিল। বোমা ব্যাগের মধ্যে মজুত করে রাখা হয়েছিল। বোমা ফেটে জাকির হোসেন সহ একাধিক জন আহত হন। যদিও এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এনআইএ-র সঠিক তদন্ত দাবি করেছেন বিধায়ক জাকির হোসেন।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- নিমতিতা বিস্ফোরণকাণ্ডের একবছর পূর্ণ, কীভাবে ঘটেছিল সেদিনের বিস্ফোরণ, দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement