Murshidabad News: কার গাড়িতে উঠবে প্যাসেঞ্জার? তর্কাতর্কি গিয়ে পৌঁছল মারামারিতে, হাসপাতালে ভর্তি হতে হলে টোটো চালককে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
গাড়িতে যাত্রী তোলা নিয়ে মুর্শিদাবাদে টোটোর সঙ্গে টাঙ্গার ঝামেলা, মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন টোটো চালক
মুর্শিদাবাদ: নবাবের শহর মুর্শিদাবাদের সঙ্গে টাঙ্গা চালকদের সম্পর্ক বহু পুরনো। সেই তাঁদের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। শনিবার দুপুরে লালবাগ হাজারদুয়ারির পেছনে এক টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল টাঙ্গা চালকদের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটো চালক সাজ্জাদ আলি।
জানা গিয়েছে, প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত। টোটো চালক ও টাঙ্গা চালকদের মধ্যে তুমুল ঝামেলা বেধে যায়। তবে অন্যান্যদের মধ্যস্থতায় সাময়িকভাবে সেই ঝামেলা মেটে। অভিযোগ, এর কিছুক্ষণ পর হঠাৎই টোটো চালক সাজ্জাদ আলির উপর চড়াও হন পাঁচ টাঙ্গা চালক। ও টোটো চালককে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় টোটো ইউনিয়নের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই টোটো চালককে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে আহত সাজ্জাদ আলির।
advertisement
advertisement
এই ঘটনায় অভিযুক্ত টাঙ্গা চালকদের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজ্জাদের স্ত্রী রুমা বিবি। সেই পুলিশ অভিযোগের ভিত্তিতে একজন টাঙ্গা চালককে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। এই ঘটনার পর স্থানীয় টোটো ইউনিয়নের সদস্যরা অভিযোগ করেন, যাত্রী তোলাকে কেন্দ্র করে প্রায়শই তাঁদের হুমকি দেন টাঙ্গা চালকরা। যাত্রীদের জোর করে টাঙ্গায় ওঠানো হয় এমনটাও জানান তারা। এই ঘটনার জেরে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে আছে।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 8:13 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: কার গাড়িতে উঠবে প্যাসেঞ্জার? তর্কাতর্কি গিয়ে পৌঁছল মারামারিতে, হাসপাতালে ভর্তি হতে হলে টোটো চালককে