#বহরমপুরঃ বহরমপুরের ছাত্রী খুনের ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। যদিও খুনের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন (Murshidabad News)। বহরমপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই বহরমপুরে, মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের পাশে অবস্থিত বহরমপুর গার্লস কলেজের হোস্টেলের সামনে, বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা জনিত কারণে এই হোস্টেলের সামনে দোকান, ঠেলাগাড়ি আর বসানো যাবেনা বলে লিখিত নির্দেশ দিয়েছে বহরমপুর পৌরসভা।
শহরের মধ্যেই অবস্থিত বিভিন্ন ছাত্রাবাস। ছাত্রাবাসগুলির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বহরমপুর পৌরসভা(Murshidabad News)। পাশাপাশি শহরের যেসব বাড়িতে মেস ভাড়া দেওয়া হয়, তার সমস্ত তথ্য তালিকা সংগ্রহ করা হচ্ছে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে। বহরমপুর গার্লস কলেজের ছাত্রী খুনের আগে, ১৫ দিন ধরে শহরের গোরাবাজার অঞ্চলে একটি মেস ভাড়া করে থাকত অভিযুক্ত সুশান্ত চৌধুরী। আর তাতেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যার কারণে বহরমপুরের ছাত্রাবাস সহ বিভিন্ন সরকারি দফতরের বাইরে এবার বাঁশ দিয়ে ঘিরে দিল বহরমপুর পৌরসভা।
বহরমপুর গার্লস কলেজ, কৃষ্ণনাথ কলেজ, এমনকি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অনেক পড়ুয়াই বাইরে থেকে আসে। তারা হোস্টেলের পাশাপাশি মেস ভাড়া করেও বহরমপুর শহরে থাকে। তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল বহরমপুর পৌরসভা। পাশাপাশি বহরমপুর শহরের বিভিন্ন মেসে গিয়ে পরিদর্শন করা হয় পৌরসভার পক্ষ থেকে। মেসের আবাসিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, বহিরাগত কাউকে বিনা কারণে যেন প্রবেশ না করতে দেওয়া হয়।
কলেজের ছাত্রীরা অনেকেই বাইরে থেকে এসে মেস ভাড়া করে থাকে। ফলে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ আরও কড়া নিরাপত্তার দাবি তুলেছেন তারা। যদিও আবাসিক ছাত্রীদের দাবি, যে ঘটনা বহরমপুর শহরে ঘটেছে তা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। তবে সিসিটিভি না থাকার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন ছাত্রীরা। যদিও আবাসিক ছাত্রদের মতে, বহরমপুর শহর আর আগের মতো নেই। তবে বহিরাগত কেউ এলে, তাদের যেন সঠিক পরিচয় পত্র জমা রাখা হয় তার নির্দেশিকা দেওয়া হয়েছে।
Koushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Hostel, Murshidabad