Darjeeling Orange: অমিল দার্জিলিংয়ের কমলালেবু! দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে নাগপুরের কমলা
- Published by:Teesta Barman
- hyperlocal
Last Updated:
একদিকে শীতকালে যেমন বিভিন্ন প্রকারের তরিতরকারি বাজারে হাজির, অন্যদিকে শীতকালের রকমারি ফলও সমান জায়গা নিয়েছে। এরই মাঝে কমলালেবুর জায়গা অভিন্ন।
#মুর্শিদাবাদ: শীতকালের রকমারি ফলের মাঝে কমলালেবুর জায়গা আলাদা। রাজ্য জুড়েই নভেম্বর থেকে দার্জিলিং-এর কমলালেবু জায়গা করে নেয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মনে। কিন্তুু গত কয়েক বছর ধরে ফলন ঠিক মতো না হওয়ায় দার্জিলিং-এর কমলালেবুর স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে এই ফলপ্রেমীদের।
শীতের মরশুমের মুর্শিদাবাদ জেলার বহরমপুর-সহ জেলার অন্যান্য বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে নাগপুর কমলালেবু। গত বছর গুলির মতো এবারও কমলালেবু দেখা গেল না বাজারে।
advertisement
এবছর দার্জিলিংয়ের কমলালেবুর ফলন কমেছে অনেকটাই। ফলে নাগপুর কমলালেবুর চাহিদা তুঙ্গে। বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকায়। একদিকে শীতকালে যেমন বিভিন্ন প্রকারের তরিতরকারি বাজারে হাজির, অন্যদিকে শীতকালের রকমারি ফলও সমান জায়গা নিয়েছে। এরই মাঝে কমলালেবুর জায়গা অভিন্ন।
advertisement
শীতের পিকনিক, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বা বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে এর উপস্থিতি এক রকম আবশ্যিক, সেই কমলা লেবু। যা নভেম্বর থেকেই জায়গা করে নেয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মনে। তবে এই বছর জায়গা করে নিয়েছে নাগপুর কমলালেবু। মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সর্বত্র বিক্রি বেড়েছে নাগপুর কমলালেবুর। শীতের মরশুমে কমলালেবু খেয়ে তৃপ্তি পাচ্ছেন ক্রেতারা। লেবু বিক্রি করেও লাভবান হচ্ছেন বিক্রেতারা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
December 15, 2022 11:44 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Darjeeling Orange: অমিল দার্জিলিংয়ের কমলালেবু! দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে নাগপুরের কমলা