Sagardighi By Election: উপনির্বাচন হলেও সাগরদিঘীতে ভোট পড়ল ভালই, অভিযোগ থাকলেও ভোট শান্তিপূর্ণ
- Published by:Suman Biswas
- hyperlocal
Last Updated:
Sagardighi By Election: তৃণমূল ও বিজেপি কংগ্রেস উভয় দল একে ওপরের বিরুদ্ধে অভিযোগ করে। তবে পঞ্চায়েতে নির্বাচনের আগে সমস্ত দলের কাছে একটি অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচন।
মুর্শিদাবাদঃ বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হল সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন ।নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার। তাই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সুষ্ঠ ভাবেই সম্পন্ন হল নির্বাচন । সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে শেষ হয় নির্বাচন। যদিও অভাব অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকে সকাল থেকেই।
তৃণমূল ও বিজেপি কংগ্রেস উভয় দল একে ওপরের বিরুদ্ধে অভিযোগ করে। তবে পঞ্চায়েতে নির্বাচনের আগে সমস্ত দলের কাছে একটি অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচন। তবে ১১টি অঞ্চলে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। উৎসবের আমেজে ভোট দান করেন ভোটারা। বিকাল পাঁচটা পর্যন্ত ৭৩.৪৯% ভোট দান হয়েছে । নির্বাচন মানেই মুর্শিদাবাদ অশান্তি থাকত। কিন্তু সেই মুর্শিদাবাদে অশান্তি বোমাবাজি ও গুলি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয় নির্বাচন পর্ব।
advertisement
advertisement
তবে ভোটে জেতার দাবি করল তৃণমূল, বিজেপিও ও কংগ্রেস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জী বলেন, “ এখনও পর্যন্ত যা খবর আছে তাতে আমরাই জিতবো।” সকাল থেকে দু-এক জায়গায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল। তা সত্তেও তৃণমূল জিতছে জানিয়ে দেবাশিস বলেন, “ কেন্দ্রীয় বাহিনী আসুক আর আমেরিকা থেকে পুলিশ আসুক সাগরদিঘি ব্লকের ১১টি অঞ্চলের মানুষ ভোট দেবে। আশা করছি মানুষ মমতা দিদির প্রতি আস্থা রাখবেন।”
advertisement
একই দাবি বিজেপি প্রার্থী দিলীপ সাহারও। তিনি বলেন, “ এখনও পর্যন্ত যে সময় আছে সেই সময়ে মানুষ ভোট দেওয়ার পূর্ণ সুযোগ পেলে নিশ্চিন্তে আমরা জিতবো এটুকু আমরা বলতে পারি।” যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের জেতা এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের মার্জিন কত বৃদ্ধি পাবে তার দিকে তাকিয়ে আছি। তবে কোন দল জয়ী হবে তার দিকে তাকিয়ে আছেন সকলেই। ফলে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২রা মার্চ পর্যন্ত।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 7:35 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Sagardighi By Election: উপনির্বাচন হলেও সাগরদিঘীতে ভোট পড়ল ভালই, অভিযোগ থাকলেও ভোট শান্তিপূর্ণ