Sagardighi By Election: জল্পনার অবসান! সাগরদিঘিতে দেবাশিসের উপরেই আস্থা শাসকদলের

Last Updated:

Sagardighi By Election: সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

+
দেবাশীষ

দেবাশীষ ব্যানার্জি কে সম্বর্ধনা জানাচ্ছে তৃণমূল কংগ্রেস 

মুর্শিদাবাদ: সমস্ত জল্পনার অবসান। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখল শাসকদল তৃণমূল কংগ্রেস। সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা হতেই ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে সাগরদিঘীতে।
বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি রয়েছেন।সাগরদিঘি তৃণমূলের গড় হিসেবে পরিচিত। ২০১১সালে তৃণমূল ক্ষমতা আসার সময় মুর্শিদাবাদ জেলাতে একটি মাত্র আসন দখল করে ঘাসফুল শিবির। সেটা হল সাগরদিঘি। টানা তিনবার জয়ী হয় প্রয়াত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ছিলেন সুব্রত সাহা। আর সেই আসন তৃণমূল তাদের গড় হিসেবে ধরে রাখতে মরিয়া।
advertisement
advertisement
মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ শে ফেব্রুয়ারি হবে উপনির্বাচন। প্রার্থী হিসেবে উঠে আসছিল একাধিক নাম। কখনও শোনা যাচ্ছিল প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম, কখনও প্রয়াত মন্ত্রীর পুত্র সপ্তর্ষির নাম। তবে সব জল্পনা দূরে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতিকেই প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস।
রঘুনাথগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয়ে জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান তাঁকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানিয়েছেন। যদিও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিরোধী শিবির।
advertisement
গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী , সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পরপর তিনবার তিনি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ শে ফেব্রুয়ারি হবে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।
advertisement
মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি হবে নির্বাচনের গেজেট নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে ভোট গণনা। তবে ব্লক সভাপতির ওপর আস্থা রাখতেই খুশি সাগরদিঘীর তৃণমূল কর্মীরা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Sagardighi By Election: জল্পনার অবসান! সাগরদিঘিতে দেবাশিসের উপরেই আস্থা শাসকদলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement