Murshidabad News- রবির আলোয় আলোকিত মুর্শিদাবাদ, জেলাজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে কবির জন্মদিন

Last Updated:

সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে রবিকবির জন্মজয়ন্তী। সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জন্ম জয়ন্তীর অনুষ্ঠান

+
বহরমপুরে

বহরমপুরে চলছে রবীন্দ্র জন্ম জয়ন্তী 

#বহরমপুরঃ আজ ২৫ শে বৈশাখ, রবি ঠাকুরের ১৬১তম জন্মদিন। সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে রবিকবির জন্মজয়ন্তী। সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে, বহরমপুর রবীন্দ্র সদনে সোমবার সকাল সাড়ে ছটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক নির্মাল্য ঘড়ামি। বহরমপুর শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গান ও সংগীত পরিবেশনের মধ্যে দিয়েই দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুধু বহরমপুর রবীন্দ্র সদনেই নয়, বেলডাঙা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, কান্দি সহ জেলার বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সোমবার সকালে কান্দিতে একটি বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করে, সব পেয়েছি আসরের খুদে শিশুরা। পরে কান্দি বাণী সংঘের মাঠে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তীতে কান্দি পৌরসভার উদ্যোগেও মাল্যদান করে দিনটি পালন করা হয়।
advertisement
জেলার বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্বকবির জন্ম জয়ন্তী পালন করা হল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই। কোভিড মহামারী পরিস্থিতির কারণে গত দু'বছর ধরে কোন অনুষ্ঠান না হওয়ায় আক্ষেপ ছিল সকলের। এবার পরিস্থিতি ঠিক হতেই এই জন্ম জয়ন্তী উদযাপন করা হল যথাযথ মর্যাদার সঙ্গে। মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী।
advertisement
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- রবির আলোয় আলোকিত মুর্শিদাবাদ, জেলাজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে কবির জন্মদিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement