Green Coconut Price : তীব্র গরমে চরম তেষ্টাতেও ডাবের জল পান এখন বিড়ম্বনা! কেন?

Last Updated:

Green Coconut Price : মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে শুরু করে কান্দি সহ সর্বত্র চিত্র এক। এক পিস ডাবের দাম প্রায় ৫০ টাকা থেকে ৬০ টাকা।

+
ডাবের

ডাবের দাম ঊর্ধ্বমুখী

মুর্শিদাবাদ : তীব্র গরমে কাজে গিয়ে ক্লান্তি দুর করতে পথের একপাশে বসে থাকা ডাব বিক্রেতার কাছ থেকে ডাব কিনতে চাইছেন অনেকেই । মনে আশা শরীর ঠান্ডা করার । কিন্তু দাম জিজ্ঞাসা করতেই শরীরের তাপমাত্রা বাড়ছে আরও কয়েক ধাপ । জানেন কি ডাবের দাম কত? এখন ডাবের দাম ঊর্ধ্বমুখী । ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের । মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর থেকে শুরু করে কান্দি সহ সর্বত্র একই ছবি ।
ডাবের দাম গড়পড়তায় প্রায় ৫০ টাকা থেকে ৬০ টাকা । গরম পড়তেই জেলার পাইকারি ডাবের আড়ত থেকে হাজারে হাজারে ডাব পাড়ি দিচ্ছে বিহার-সহ ভিন রাজ্যে । গত বছরও এইসব পাইকারি আড়তদাররা একটি ডাব কিনেছেন ২০-২২ টাকায় । ট্রাকে করে ডাব পাঠিয়ে দাম পেয়েছেন ২৬-২৮ টাকা । এবার জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে অতিরিক্ত গরম পড়তেই ডাবের চাহিদা বাড়লেও হঠাৎ যেন ডাবের যোগান কমে যাচ্ছে । চৈত্রের প্রথম সপ্তাহে পাইকারি ডাবের দাম ছিল ২২-২৪ টাকা । খুচরো বিক্রি হচ্ছিল ৩০-৩৫ টাকায় । জ্যৈষ্ঠের মাঝামাঝিতে এখন দাম ঠেকেছে ৫০-৬০ টাকায় ।
advertisement
advertisement
আরও পড়ুন : বহরমপুর ও ডোমকলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর
এই গরমে ডাবের চাহিদা অনেক বেশি । কিন্তু সেই চাহিদা অনুযায়ী ডাবের সরবরাহ অত্যন্ত কম । দীর্ঘ দিন ধরে খরার কারণে নারকেল গাছে ফলন খুবই কম হয়েছে । যে কারণে দামও অনেক বেশি । সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে ঘুরে ডাব সংগ্রহ করলেও ডাবের দাম এখন উর্ধ্বমুখী, স্বীকার করেছেন ডাব বিক্রেতারাও । তাঁদের কথায়, দৈনিক গড়ে ৪০০ টির মতো ডাব বিক্রি হয় । মূলত গ্রামীণ এলাকা থেকে ডাব নিয়ে আসা হয়, শহর এলাকায় গাছ কেটে ফেলায় ডাবের যোগানও কম হচ্ছে। তার জেরেই গ্রামীণ এলাকা থেকে ডাব নিয়ে এসে বিক্রি করা হয় শহর এলাকায় । সেই জন্য ডাবের দামও ঊর্ধ্বমুখী বলে জানাচ্ছেন বিক্রেতারা । ক্রেতাদের কথায়, ‘‘চড়া দাম হলেও ডাব খাচ্ছি। শরীরেও একটু তৃপ্তি মিলছে।’’ তবে ডাবের দাম বৃদ্ধি হলেও তেষ্টা মেটাতে ডাবে চুমুক দিচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ ।
advertisement
( প্রতিবেদন : কৌশিক অধিকারী  )
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Green Coconut Price : তীব্র গরমে চরম তেষ্টাতেও ডাবের জল পান এখন বিড়ম্বনা! কেন?
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement