Murshidabad News: সামশেরগঞ্জে চুরি যাওয়া বাইক ও টোটো উদ্ধার, চক্রের পান্ডারা গ্রেফতার
- Reported by:Ananya Chakraborty
- hyperlocal
- Edited by:Soumabrata Ghosh
Last Updated:
বহুদিন ধরে এই অভিযোগ আসছিল বিভিন্ন জায়গা থেকেই টোটো এবং মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছিল কিন্তু কোনভাবেই সেই সমস্ত দুষ্কৃতীদের ধরা যাচ্ছিল না দিনে দুপুরে রাস্তাঘাট বাজার প্রাঙ্গণ যেখান সেখান থেকে উধাও হয়ে যাচ্ছিল মোটরসাইকেল টোটো আর এতে করে যন্ত্রণায় ভুগছিলেন সাধারণ মানুষ।
#মুর্শিদাবাদঃ বহুদিন ধরে এই অভিযোগ আসছিল বিভিন্ন জায়গা থেকেই টোটো এবং মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছিল কিন্তু কোনভাবেই সেই সমস্ত দুষ্কৃতীদের ধরা যাচ্ছিল না দিনে দুপুরে রাস্তাঘাট বাজার প্রাঙ্গণ যেখান সেখান থেকে উধাও হয়ে যাচ্ছিল মোটরসাইকেল টোটো আর এতে করে যন্ত্রণায় ভুগছিলেন সাধারণ মানুষ। গরিব খেটে খাওয়া মানুষগুলো যারা টোটো চালিয়ে খায় তারা সমস্যায় পড়ছিলেন। অসহায় হয়ে পড়েছিলেন কিন্তু স্বপ্নেও ভাবেননি সেগুলো ফেরত পাবেন। তবে হাত গুটিয়েছিল না পুলিশ। তার প্রমাণ পাওয়া গেল এদিন।
তারা যে সব রকম ভাবে চেষ্টা করেছিলেন আজকের সাফল্য তারই প্রমাণ আর এদিনের সাফল্যের পর অবশ্য দুষ্কৃতীদের ভীতি নরবড়ে হল। কেন না এরপর এমন অভিযান প্রায় চলবে যাতে করে সাধারণ মানুষের টোটো অটো না হারিয়ে যায়। ফের বড়সড় সাফল্য সামশেরগঞ্জ থানার পুলিশের। সামশেরগঞ্জের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া ছয়টি বাইক ও চারটি টোটো উদ্ধার করে পাঁচ চোরকে গ্রেফতার করল সামশেরগঞ্জের থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম আনন্দ মন্ডল, মোরসালিম শেখ ওরফে গুড্ডু, সামিম শেখ, জামিরুল ইসলাম ও আবুতাহের শেখ।
advertisement
সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। সম্প্রতি সামশেরগঞ্জ থেকে চুরি যাওয়া টোটো ও বাইকের তদন্তে নেমে মালদার বৈষ্ণবনগরের বিভিন্ন এলাকা থেকে চোরাই চক্রের পান্ডাদের গ্রেফতার করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া ছয়টি বাইক ও টোটো। সামশেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন সামশেরগঞ্জ থানার ওসি বিজন রায়। জঙ্গিপুর পুলিশ জেলার এন্টি ক্রাইম টিমের তরফে জানানো হয়েছে আমাদের সুপার ভোলানাথ পান্ডে মহাশয়ের নেতৃত্বে এই অ্যান্টি ক্রাইম টিম।
advertisement
advertisement
আর ওনার নির্দেশ মতোই আমরা কাজ করছি সেই মতোই প্রথম আমরা আনন্দ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করি। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই বিশেষ সূত্র ধরেই আজ আমাদের সামশেরগঞ্জ থানার একটা বড়সড় সাফল্য বলা চলে যে সমস্ত চুরি যাওয়া মোটর বাইক এবং টোটো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে উদ্ধার করা ওই টোটো মোটরসাইকেল গুলো আমরা প্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেব তবে কোর্টের অর্ডার নিয়ে। আগামী দিনেও এই অভিযান চলবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা সদাসচেষ্ট।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
December 31, 2022 2:49 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামশেরগঞ্জে চুরি যাওয়া বাইক ও টোটো উদ্ধার, চক্রের পান্ডারা গ্রেফতার