হোম /খবর /মুর্শিদাবাদ /
আবাস যোজনা নিয়ে উত্তাল ভগবানগোলা! কারণ কি জানেন?

Murshidabad News: আবাস যোজনা নিয়ে উত্তাল ভগবানগোলা! কারণ কি জানেন?

আবাস যোজনা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার আবাস যোজনা নিয়ে আইসিডিএস কর্মী সাকিলা খাতুনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ আবাস যোজনা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার আবাস যোজনা নিয়ে আইসিডিএস কর্মী সাকিলা খাতুনকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। শুক্রবার সকালে ভগবানগোলার মোহাম্মদপুর অঞ্চলের পাইকপাড়া এলাকায় আইসিডিএস সেন্টারে গিয়ে কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। আইসিডিএস কর্মী সাকিলা খাতুনকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্লাসের লিস্টে নাম বাদ দেওয়া নিয়ে অনিয়ম হয়েছে। লিস্টে নাম থাকছে পাকা বাড়ির মালিকদের।

যাদের কাঁচা বাড়ি তাঁদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগেই শুক্রবার আইসিডিএস কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান হয়। জানা যায়, আইসিডিএস কর্মী দের প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে কাজ করা হচ্ছে। আর সেই সার্ভের কাজ তারা নাকি ঠিকঠাক করছে না। এমনই অভিযোগে এক আইসিডিএস কর্মী সাকিলা খাতুন কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ভগবানগোলার পাইকপাড়া এলাকায়। ইতি মধ্যেই মুর্শিদাবাদ জেলা জুড়েই আবাস যোজনার সার্ভের কাজ ঘিরে নানা অভিযোগ তুলছেন আশা ও আইসিডিএস কর্মীরা।

অভিযোগ, গ্রামে হুমকি দেওয়া হচ্ছে তাঁদের। এবার আবাস সার্ভের ক্ষোভ গিয়ে পড়ল আইসিডিএস কর্মীর উপর। এদিনের ঘটনায় আতঙ্কিত আইসিডিএস কর্মী সাকিলা খাতুন । ইতি মধ্যেই সাগরদিঘীতে এক আশাকর্মী পদত্যাগ করেছেন আবাস যোজনার কাজ না করার জন্য। তবে তার পরে যেন বিতর্ক পিছু ছাড়ছে না । যদিও আবাস যোজনা নিয়ে গ্রামীণ এলাকায় নিত্যদিন চলছে তদন্ত। কড়া মনে মনোভাব নিয়েছে রাজ্য সরকার। তবুও এই ঘটনার পর আইসিডিএস কর্মী সাকিলা খাতুন খুবই আতঙ্কিত।

Koushik Adhikary

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bhagabangola, Murshidabad