Bangla News: উত্তরবঙ্গ যাওয়া এ বারে আরও সহজ! খুলে দেওয়া হল বহরমপুর বাইপাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Bangla News: উত্তরবঙ্গ যেতে গেলে মিলবে স্বস্তি। এ বার উত্তরবঙ্গ পৌঁছে যাবেন খুব সহজেই, সময় লাগবে কম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার।
মুর্শিদাবাদঃ অবশেষে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলা বাসিন্দাদের স্বপ্নপূরণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবশেষে খুলে গেল বহরমপুর ৩৪নং জাতীয় সড়কের বাইপাস । আর চিন্তা নেই। বহরমপুরের যানজটে আটকে থাকতে হবে না পথচারীদের। ফলে অবশেষে উত্তরবঙ্গ যেতে গেলে মিলবে স্বস্তি।
এ বার উত্তরবঙ্গ পৌঁছে যাবেন খুব সহজেই, সময় লাগবে কম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ছাড়াই চালু করে দেওয়া হল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জনসাধারণের জন্য বহরমপুরের ৩৪নং জাতীয় সড়কের বাইপাস।
শিলিগুড়ি থেকে কলকাতা সড়ক পথের জন্য ২০০৯ থেকে কাজ শুরু করা হয়। নানা টালবাহানা ও জটিলতা কাটিয়ে বহরমপুর ৩৪নং জাতীয় সড়কের বাইপাস নির্মানের কাজ শেষ করে খুলে দেওয়া হল জন সাধারণের জন্য। দীর্ঘদিন জমি জটে আটকে ছিল এই বাইপাস নির্মানের কাজ।অবশেষে ২০২১ সালে শেষের দিকে জমি জট কাটিয়ে ধীরে ধীরে কাজ শুরু করা হয়। যা অতি দ্রুততার শেষে অবশেষে সেই কাজ শেষ হয়। যদিও ভাগীরথী নদীর ওপর দিয়ে মাত্র একটি ব্রীজ চালু করা হয়েছে। আর একটি ব্রীজের কাজ চলছে। এই বাইপাস চালু হওয়ার ফলে বহরমপুর শহরের নিত্য যে যানজট তা কমবে।
advertisement
advertisement
বহরমপুরে বাইপাস তৈরির পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। পরিকল্পনা অনুযায়ী, বলরামপুর থেকে বাইপাস রাস্তা শুরু মেহিদিপুরে শেষ হচ্ছে। যা বহরমপুর শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। ২০০৯ সালে এই পরিকল্পনা গ্রহণ করেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপর ২০১৫ সালে জমি অধিগ্রহণ করা হয়। যদিও কাজ শুরু হলেও তাও জমি জটে আটকে থাকে। তবে জমি জট কাটিয়ে এখন রাস্তা শেষ হয়ে খুলে গেল সাধারণ মানুষের জন্য ।
advertisement
আরও পড়ুনঃ ২০ টাকায় পেট ভরে স্টেশনে স্টেশনে লোভনীয় খাবার! মেনুতে কি কি থাকবে? দেখুন
বহরমপুর শহরের মাঝখান দিয়ে চলে গিয়েছে লালগোলা-শিয়ালদহ রেলপথ। এ ছাড়া, শহরকে দু’ভাগ করে বেরিয়ে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়কও। যার জেরে বহরমপুরে যানজট লেগেই থাকে, উত্তরবঙ্গ হোক বা কলকাতা যেতে এই যানজটে আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। ফলে ২০০৯ সাল নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় বহরমপুরে যানজট কমাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বহরমপুরে বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা নেন। সেই মতো বহরমপুর থেকে চার কিমি দূরে বলরামপুরে বাইপাস রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল। সেখান থেকে মানকরা হয়ে ভাগীরথীর ওপর দিয়ে বাসুদেবখালি হয়ে খাগড়াঘাট স্টেশনে পাশ দিয়ে ফতেপুরের কাছ পর্যন্ত প্রায় ১১ কিমি রাস্তা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।
advertisement
রাস্তার দু’দিকের লেনেই কাজ শুরু হয়েছিল। ভাগীরথীর ওপর দ্বিতীয় সেতুর কাজও শুরু হয়। যদিও একটি সেতু সম্পন্ন, আর একটি সেতুর কাজ চলছে দ্রুতগতিতে। অবশেষে সেতুর ওপর দিয়ে চলল গাড়ির চাকা। ফলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না, অতি সহজেই বহরমপুরের যানজট কাটিয়ে সোজা পৌঁছে যাবেন উত্তরবঙ্গ বা কলকাতা সড়ক পথেই।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 12:44 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bangla News: উত্তরবঙ্গ যাওয়া এ বারে আরও সহজ! খুলে দেওয়া হল বহরমপুর বাইপাস