Murshidabad News: বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সময় থেকেই এই গ্রামে পূজিতা দক্ষিণাকালী

Last Updated:

Murshidabad Kali Puja 2022 :মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন মন্দির কান্দি দোহালিয়া কালীমন্দির

+
কান্দি

কান্দি দোহালিয়া কালী মন্দির

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : সামনেই কালীপুজো। কালীপুজোর আগে সেজে উঠছে বিভিন্ন প্রাচীন মন্দির। মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন মন্দির কান্দি দোহালিয়া কালীমন্দির। আজকের মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে রাজা বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের আমলে এই কালী ঠাকুর প্রতিষ্ঠিত হয়।
দেবী কালী এখানে ব্যাঘ্র আকৃতি রূপে পূজিতা হন।আগে জঙ্গলের মধ্যে এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়মের সাথে পরিবর্তিত আধুনিক যুগের সাথে মন্দির ও তৎসংলগ্ন এলাকা আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবায়েতরা জানান, বল্লাল সেনের সময় থেকেই এই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে।
আরও পড়ুন : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বস্তাভর্তি তাজা বোমা! তুমুল চাঞ্চল্য জামালপুরে
মন্দিরের অন্যতম সেবায়েত পলাশ মুখোপাধ্যায় জানান, " প্রতিবছর কালীপুজো-সহ  ধুমধাম সহকারে বিভিন্ন পুজো হয়।  বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে গাছের শিকড় সংগ্রহ করেন।"
advertisement
advertisement
আরও পড়ুন :  রাতের অন্ধকারে ফাইল সরাচ্ছে ভাই ও শাগরেদরা, মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
এমনকি এই কান্দি দোহালিয়া গ্রামে কালীপুজোর অমাবস্যায় অন্য কোনও পুজো হয় না কারণ এই গ্রামে এই মন্দিরে পুজো হয়। নিয়মনিষ্ঠা ও আচার আচরণ মেনেই ঐতিহ্যবাহী মন্দিরে পুজো হয় আজও ।  কালীপুজোর দিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সময় থেকেই এই গ্রামে পূজিতা দক্ষিণাকালী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement