Murshidabad News: বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সময় থেকেই এই গ্রামে পূজিতা দক্ষিণাকালী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Murshidabad Kali Puja 2022 :মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন মন্দির কান্দি দোহালিয়া কালীমন্দির
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : সামনেই কালীপুজো। কালীপুজোর আগে সেজে উঠছে বিভিন্ন প্রাচীন মন্দির। মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন মন্দির কান্দি দোহালিয়া কালীমন্দির। আজকের মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে রাজা বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের আমলে এই কালী ঠাকুর প্রতিষ্ঠিত হয়।
দেবী কালী এখানে ব্যাঘ্র আকৃতি রূপে পূজিতা হন।আগে জঙ্গলের মধ্যে এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়মের সাথে পরিবর্তিত আধুনিক যুগের সাথে মন্দির ও তৎসংলগ্ন এলাকা আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবায়েতরা জানান, বল্লাল সেনের সময় থেকেই এই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে।
আরও পড়ুন : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার বস্তাভর্তি তাজা বোমা! তুমুল চাঞ্চল্য জামালপুরে
মন্দিরের অন্যতম সেবায়েত পলাশ মুখোপাধ্যায় জানান, " প্রতিবছর কালীপুজো-সহ ধুমধাম সহকারে বিভিন্ন পুজো হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে গাছের শিকড় সংগ্রহ করেন।"
advertisement
advertisement
আরও পড়ুন : রাতের অন্ধকারে ফাইল সরাচ্ছে ভাই ও শাগরেদরা, মানিক ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
এমনকি এই কান্দি দোহালিয়া গ্রামে কালীপুজোর অমাবস্যায় অন্য কোনও পুজো হয় না কারণ এই গ্রামে এই মন্দিরে পুজো হয়। নিয়মনিষ্ঠা ও আচার আচরণ মেনেই ঐতিহ্যবাহী মন্দিরে পুজো হয় আজও । কালীপুজোর দিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
Location :
First Published :
October 18, 2022 2:51 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সময় থেকেই এই গ্রামে পূজিতা দক্ষিণাকালী