#মুর্শিদাবাদ: ভোট আসে ভোট যায় তবুও রাস্তার সমস্যার সমাধান হয় না। তবে পাড়ায় সমাধানে অবশেষে রাস্তা সমস্যা সমাধানের পথে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কাঁতুর গ্রামে রাস্তা তৈরির প্রস্তুতি শুরু করল মুর্শিদাবাদ জেলা পরিষদ। রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে আবেদন করে অবশেষে সুফল মিলল।
বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আখতার হোসেন সহ বিশিষ্ট জনেরা তারা নিজেরা গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন এবং মাপ জোপ করেণ।জানা গিয়েছে, পাড়ায় সমাধান কর্মসূচীতে গ্রামের রাস্তার দাবি করেছিলেন গ্রামবাসীরা। সেই আবেদনে সাড়া দিয়েই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায় বরাদ্দ করা হয়েছে এই রাস্তা মির্মানের কাজে। যা ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তা মেজারমেন্টের করা হয় ।উপস্থিত ছিলেন জেলা পরিষদের কমার্ধ্যক্ষ ও বিধায়ক সহ জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ নাকি ঘূর্ণাবর্ত, আজ কি তুমুল বৃষ্টি, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
এলাকার বাসিন্দারা জানান, ‘‘পাড়ায় সমস্যা সমাধানের জন্য আমরা আবেদন করেছিলাম। স্কুলে বা মাঠে যাওয়ার জন্য রাস্তা সমস্যা ছিল, এক হাঁটু কাদা পারাপার করে যেতে হতো গন্তব্যে। এবার হয়তো রাস্তা পাকা হবে, আমাদের সুদিন আসবে।’’
বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সাহা জানান, ‘‘বীপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের এখানের সাধারণ মানুষ পাড়ায় সমাধানের মাধ্যমে আবেদন করেছিল। মেজারমেন্ট করা হল যা দ্রুত কাজ শেষ করা হবে। আজকে পাড়ায় সমস্যা সমাধানের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন। ’’
মুর্শিদাবাদ জেলা পরিষদের কমার্ধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় জানান, ‘‘আজকে অনেক জায়গায় ছোট ছোট কাজ বাকি ছিল। পাড়ায় সমাধানের মাধ্যমে আবেদন করেছিল এই গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদ জেলা পরিষদের কাছে আবেদন এসে পৌঁছায়। আমরা আজকে বিধায়ক কে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছি। আজকে এই রাস্তা তৈরি হলে গ্রামের মানুষ উপকৃত হবেন।’’
Kaushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Road Condition