Murshidabad News: রাতে আচমকা ঘরে ঢুকে হামলা, বেপরোয়া গুলি! বহরমপুরে মারাত্মক কাণ্ড

Last Updated:

রবিবার মধ্যরাতে বহরমপুরের একটি বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বহরমপুর শহরে গুলি
বহরমপুর শহরে গুলি
#মুর্শিদাবাদ: বহরমপুর শহরে চলল গুলি। আতঙ্কিত শহরবাসী। রবিবার মধ্যরাতে বহরমপুরের একটি বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির দরজা ভেঙে গাড়ি ভাঙচুর করার পাশাপাশি এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ আক্রান্ত পরিবারের।
রবিবার রাত দশটা নাগাদ চারজন দুষ্কৃতী বহরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ অঞ্চলের মুক্তি হালদারের বাড়িতে চড়াও হয়। এবং দরজা খুলে গাড়ি ভাঙচুর করে। পাশাপাশি, গালিগালাজ করে বলে অভিযোগ মুক্তি হালদারের পরিবারের। তবে মুক্তি হালদারকে না পেয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় ও শুন্যে এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: খুলে যাচ্ছিল বিকিনি! সমুদ্রতীরে দাঁড়িয়েই গিঁট বাঁধলেন সোফি, ছবি ঝড়ের গতিতে ভাইরাল
গুলির খোল এখনও বাড়িতে পড়ে রয়েছে। দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিহ্নিত করে তার নামে বহরমপুর থানায় লিখিত অভিযোগ করে আক্রান্ত পরিবার। ঘটনার পরে পুলিশের কোনও সাহায্য পাননি বলে জানায় পরিবার। শুন্যে একরাউন্ড গুলি চালাতে এবং গুলির খোল উদ্ধার হতেই রবিবার রাত থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। কেন বা কী কারণে এই আক্রমণ কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।
advertisement
advertisement
আরও পড়ুন: ছোট বোন ইসাবেলের জন্মদিনে ছকভাঙা ক্যাটরিনা, ছবি না দেখলে বড় মিস!
এই ঘটনার জেরে সোমবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। গুলি চালানোর পিছনে প্রকৃত কী কারণ তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাতে আচমকা ঘরে ঢুকে হামলা, বেপরোয়া গুলি! বহরমপুরে মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement