Murshidabad News: ৫ মিনিটে ১৫৮ ইংরেজি শব্দের বাংলা অনুবাদ! রেকর্ড বইয়ে স্থান ৫ বছরের শিশুর

Last Updated:

Murshidabad News: মাত্র ৫বছর ৯মাস ২৩দিন বয়সে ৫মিনিটে ১৫৮টি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে তাক লাগিয়ে দিল সৌম্যজিৎ। ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে জায়গা পেয়ে যায় ছোট্ট সৌম্যজিৎ।

+
সৌম্যজিৎ

সৌম্যজিৎ রবিদাস ও তার বাবা মা

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মাত্র ৫বছর ৯মাস ২৩দিন বয়সে ৫মিনিটে ১৫৮টি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে তাক লাগিয়ে দিল সৌম্যজিৎ। আর তার এই প্রতিভার জন্য ইন্ডিয়া বুক ওফ রেকর্ডসে জায়গা পেয়ে গেল মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়া গ্রামের সৌম্যজিৎ রবিদাস। ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে জায়গা পেয়েছে ছোট্ট সৌম্যজিৎ। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে আসে পদক ও শংসাপত্র।
জানা যায়, মাত্র ৫বছর ৯মাস ২৩দিন বয়সে মাত্র ৫মিনিটে ১৫৮টি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে তাক লাগিয়ে দিল সৌম্যজিৎ। মেধাবী এই পড়ুয়া  একেবারে ছোট্ট থেকেই এই ইংরেজি শব্দ থেকে বাংলা অনুবাদের দিকে ঝোঁক। সৌম্যজিতের বাবা পেশায় শিক্ষক সুজিত রবি দাস জানান,ছেলের এই প্রতিভা সে জানতে পেরে একদিন অনলাইনে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন এবং ৫ মিনিটে ১৫৮টি ইংরেজি শব্দের বাংলা অনুবাদের ভিডিও পাঠান। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে জায়গা পেয়ে যায় ছোট্ট সৌম্যজিৎ।ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে আসে মেডেল ও শংসাপত্র।
advertisement
advertisement
বাবার কথায়, ‘‘ আমার ছেলে আগামী দিনে বড় জায়গায় স্থান পেতে পারে। তাই ভিডিও পাঠিয়েছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। জুলাই মাসে আবেদন করা হয়। অগাষ্ট মাসে এই শংসাপত্র ও মেডেল হাতে পাওয়া গেল।’’ আগামী দিনে- ছেলে চিকিৎসক হোক, সেটাই চাইছেন সৌম্যজিতের বাবা।
মা মৌসুমী দাস ছেলের এই সাফল্যে গর্বিত। তিনি জানান, এই বয়সে এত বড় রেকর্ড করবে তা ভাবতে পারেননি তিনি। তবে পড়াশুনোতে অত্যন্ত মেধাবী সৌম্যজিৎ। অন্যদিকে ইংরেজি সব থেকে প্রিয়, পাশাপাশি বড় হয়ে চিকিৎসক হবেন বলেই আশাবাদী তার মা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ছোট্ট শিশুর নাম উঠতেই গর্বিত সাগরদিঘি ব্লকের বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ৫ মিনিটে ১৫৮ ইংরেজি শব্দের বাংলা অনুবাদ! রেকর্ড বইয়ে স্থান ৫ বছরের শিশুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement