Success Story: ২ লক্ষ প্রতিযোগীকে হারিয়ে আন্তর্জাতিক আঁকার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিয়াগঞ্জের কিশোরের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: সেখানেই অংশগ্রহণ করে বিশ্বের দশটি দেশ। যার মধ্যে দিয়েই প্রায় দু' লক্ষ প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আমাইপাড়ার কিরণ শর্মা। ‘রঙ্গত উৎসব ২০২৪-২৫’ নামক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১০টি দেশের দু’ লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে জিয়াগঞ্জের এই বালক। এই প্রতিযোগিতা অনলাইন মারফত নানা নিয়মকানুনের মধ্যে দিয়েই রঙ্গত উৎসব নামক একটি আর্ট সংস্থার দ্বারা আয়োজিত হয়। সেখানেই অংশগ্রহণ করে বিশ্বের দশটি দেশ। যার মধ্যে দিয়েই প্রায় দু’ লক্ষ প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর সেখানেই বিশিষ্ট যাদের নির্বাচনের মধ্য দিয়ে প্রথম স্থান দখল করে জিয়াগঞ্জের কিরণ শর্মা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারত ছাড়াও বিভিন্ন দেশের একাধিক উদীয়মান শিল্পী। সেখানেই কিরণের আঁকা আইনস্টাইনের একটি চিত্র নির্বাচকদের মন জয় করে সেরার শিরোপা এনে দেয় তাকে। স্বর্ণপদক ও আন্তর্জাতিক শংসাপত্র নিয়ে সুদূর মুম্বই বিশিষ্ট বিচারকরা এসে স্বর্ণপদক জয়ী কিরণ শর্মার হাতে তার প্রাপ্য পদক ও শংসাপত্র তুলে দেওয়া হয় সম্মানের সঙ্গে।
advertisement
এই কৃতিত্বে উচ্ছ্বসিত কিরণের চিত্রআর্ট শিক্ষক, পরিবার, সহপাঠী, ও পাড়া-প্রতিবেশী। জিয়াগঞ্জের মতো এক ছোট শহর থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসা কিরণের এই অর্জন আগামী দিনের শিল্পীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
advertisement
আরও পড়ুন : রোজ এই ফল মাত্র ২ টো! গলগলিয়ে সাফ পেটে জমে থাকা কঠিন ময়লা! ৭ দিনে গায়েব পুরনো কোষ্ঠকাঠিন্য
view commentsআর তারই আনন্দে জিয়াগঞ্জে একটি ছোট্ট উদযাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাফল্যকে ঘিরে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন কিরণের হাতে ফুল ও মিষ্টি দিয়ে তাকে সংবর্ধনা জানান। কিরণ জানিয়েছেন, “এই সাফল্য আমার জন্য নয়, আমাদের গোটা এলাকার জন্য। ভবিষ্যতে আরও ভাল কিছু করতে চাই ভারতের প্রতিনিধিত্ব করতে চাই বিশ্বমঞ্চে।” এ যেন প্রমাণ করে দিল, প্রতিভা থাকলে মফস্বলের দেওয়াল টপকানো কোনও কঠিন কাজ নয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 9:43 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Success Story: ২ লক্ষ প্রতিযোগীকে হারিয়ে আন্তর্জাতিক আঁকার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিয়াগঞ্জের কিশোরের