Murshidabad News- মুর্শিদাবাদ জেলার ৭টি পৌরসভার ১৩৫ টি আসনে নির্বাচন

Last Updated:

মুর্শিদাবাদ জেলার ১৩৫ ওয়ার্ডে মোট ৫২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন 

মুর্শিদাবাদ ও কান্দি পৌরসভা
মুর্শিদাবাদ ও কান্দি পৌরসভা
#বহরমপুরঃ রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন (Murshidabad News)। একদা ভাঙন ও বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা বলে পরিচিত মুর্শিদাবাদ জেলা। নবাবের জেলা মুর্শিদাবাদ । সেই মুর্শিদাবাদ জেলাতে দীর্ঘ সাত বছর পর পৌরসভার নির্বাচন আয়োজন হচ্ছে। তবে বহরমপুর পৌরসভার শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। তারপর ২০১৮ সালে মেয়াদ শেষ হলেও প্রশাসক দিয়ে বহরমপুর পৌরসভা পরিচালিত হয়েছে। বাকি ছটি পৌরসভার ২০২০ সালে মেয়াদ শেষের পর বর্তমানে পৌর প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় রয়েছে সাতটি পৌরসভা। রবিবার নির্বাচন হবে ধুলিয়ান, জঙ্গিপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙা ও কান্দি পৌরসভাতে (Murshidabad News)। একটা সময়ে কংগ্রেসের গড় ছিল মুর্শিদাবাদ জেলা। পরে দল পরিবর্তন করে শাসক দলে যোগদান করে বিরোধী কাউন্সিলাররা। ফলেএকের পর এক পুরসভা হাতছাড়া হয় বিরোধীদের। তৃণমূল একের পর এক পৌরবোর্ড গঠন করে।
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর একটি পৌর এলাকা। বর্তমানে বহরমপুর পৌরসভার মোট ভোটার ১ লক্ষ ৩০হাজার ২১৫জন। পুরুষ ভোটার ৬২ হাজার ৬৫৭ জন, মহিলা ভোটার ৬৭ হাজার ৫৪৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। মোট ২৮টি ওয়ার্ড নিয়ে গঠিত বহরমপুর পৌরসভা। ২০১৩ সালে নির্বাচনের সময় কংগ্রেস পায় ২৬টি আসন, তৃণমূল পায় ২টি আসন। পরে ২০১৬ সালে দল পরিবর্তন সাথে সবাই শাসকদলে যোগদান করেন। এবছর বহরমপুর পৌরসভার ২৮টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি ২৫টি ওয়ার্ডে। সিপিআই(এম) ১৫টি। জাতীয় কংগ্রেস ২৩টি এবং নির্দল ৭টিতে । মোট ২৮টি ওয়ার্ডে এবছর প্রার্থী সংখ্যা ১০৪ জন।জেলার অপর এক পৌরসভা হল কান্দি পৌরসভা। শতাব্দী প্রাচীন এই পৌরসভার ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত। কান্দি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৫২৯ জন। পুরুষ ভোটার ২২ হাজার ৫৪০ জন। মহিলা ভোটার ২২ হাজার ৯৮৯ জন। ২০১৫ সালে নির্বাচনে কান্দি পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করে তিনটি আসন। বামফ্রন্ট সমর্থিত নির্দল জয়ী হয় দুটি আসনে। মোট ১৩টি আসন দখল করে কংগ্রেস। তবে ২০১৬ সালে দল বদলের সাথে শাসকদল তৃণমূল সবাই যোগদান করে। ফলে তৃণমূল দখল করে কান্দি পৌরসভা।এবছর, কান্দি পৌরসভার তৃণমূল প্রার্থী ১৮জন। বিজেপি ১৭জন। সিপিআই ৫জন। সিপিআই(এম) ৫জন। জাতীয় কংগ্রেস ১৭জন। নির্দল প্রার্থী ১৭জন। মোট ৭৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন কান্দি পৌরসভাতে।
advertisement
১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত আরেক পুরসভা বেলডাঙা (Murshidabad News)। পুরুষ ভোটার ১২হাজার ৬৪৩জন, মহিলা ভোটার ১৩হাজার ১৫৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১জন। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯৯জন। ২০১৫ সালে এই পৌরসভা দখল করে কংগ্রেস। কংগ্রেস দখল করে ৭টি ওয়ার্ড। বিজেপি ৩টি ওয়ার্ড। সিপিআই(এম) ২টি ওয়ার্ড ও আরএসপি ২টি ওয়ার্ড। যদিও দল বদলে সাথে তৃণমূল যোগদান করে সমস্ত পৌর সদস্যরা। ফলে তৃণমূল দখল করে বেলডাঙা পৌরসভা। এবছর বেলডাঙা পৌরসভাতে তৃণমূল প্রার্থী দিয়েছে ১৪টি ওয়ার্ডে। বিজেপি প্রার্থী দিয়েছে ১০টি ওয়ার্ডে। ৪টি ওয়ার্ডে সিপিআই(এম) । ৮টি ওয়ার্ডে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে। নির্দল প্রার্থী হিসেবে ৭জন লড়াই করছেন। মোট প্রার্থী সংখ্যা ৪২জন।
advertisement
advertisement
মুর্শিদাবাদ পৌরসভা প্রাচীন পৌরসভারগুলির মধ্যে অন্যতম। মুর্শিদাবাদ পৌরসভা ১৬টি ওয়ার্ড নিয়ে গঠিত। মুর্শিদাবাদ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮হাজার ৫৮৯ জন। পুরুষ ভোটার ১৮ হাজার ৯৫৭ জন, মহিলা ভোটার ১৯৬৩১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত ছিল মুর্শিদাবাদ পৌরসভা । ২০১৫সালে মুর্শিদাবাদ পৌরসভা দখল করে কংগ্রেস। মুর্শিদাবাদ পৌরসভাতে ১০টি আসন দখল জাতীয় কংগ্রেস। বিজেপি ২টি।নির্দল ২টি। ফরওয়ার্ড ব্লক ১টি ও তৃণমূল কংগ্রেস ১টি আসন দখল করে। ২০১৬ সালে দলবদলের সাথে কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল যোগদান ফলে তৃণমূল দখল করে মুর্শিদাবাদ পৌরসভা। এবছর পৌরসভার নির্বাচনে ১৬টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল, বিজেপি ও কংগ্রেস । ৭টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিআই (এম) । চারটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ১২জন প্রার্থী নির্দল হিসেবে লড়াই করছেন । মোট প্রার্থী সংখ্যা ৭১জন।
advertisement
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা। ভাগীরথী নদীর ধারে অবস্থিত জিয়াগঞ্জ-আজিমগঞ্জ শহর। দুটি শহরকে মিলে গঠন করা হয়েছে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা (Murshidabad News)। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৯৭৬জন। পুরুষ ভোটার ২১হাজার ৫৯০জন। মহিলা ভোটার সংখ্যা ২২হাজার ৩৮৫জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১জন। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা মোট ওয়ার্ড ১৭টি। এবছর তৃণমূল লড়াই করছে ১৭টি ওয়ার্ডে। বিজেপি ১৫টি ওয়ার্ডে। ৮টি ওয়ার্ডে সিপিআই (এম) । ১৪টি ওয়ার্ডে জাতীয় কংগ্রেস । ১টি ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থী ৭জন। মোট প্রার্থীর সংখ্যা ৬২জন । ২০১৫ সালে নির্দল পায় ৬টি আসনে। সিপিআই(এম) ৫টি আসনে জয়ী হয়। জাতীয় কংগ্রেস ৪টি ওয়ার্ডে ও ফরওয়ার্ড ব্লক ২টি আসন দখল করে। ২০১৬ সালে বেশিরভাগ জয়ী কাউন্সিলর তারা শাসকদল তৃণমূল কংগ্রেস যোগদান করেন। ফলে শাসকদল তৃণমূল হাতে চলে যায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা।
advertisement
জঙ্গিপুর পৌরসভা, একদা বামদুর্গ বলে পরিচিত ছিল এই পৌরসভা। বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা জঙ্গিপুর পৌরসভা বেশিরভাগ ওয়ার্ড। জঙ্গিপুর পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর কে নিয়ে গঠিত হয় জঙ্গিপুর পৌরসভা। এবছর জঙ্গিপুর পৌরসভার ২১টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী দিয়েছে ১২টি আসনে। সিপিআই(এম) প্রার্থী দিয়েছে ১১টি আসনে। জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে ১৫টি আসনে। ফরওয়ার্ড ব্লক ১টি, আরএসপি ২টি আসনে ।নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন ৩ জন। মোট ৭১জন প্রতিদ্বন্দ্বী এবছর লড়াই করছেন পৌরসভার নির্বাচনে। জঙ্গিপুর পৌরসভা মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৪৩১জন। পুরুষ ভোটার ৩৫হাজার ২৫৬জন। মহিলা ভোটার সংখ্যা ৩৬হাজার ১৭৫জন। মোট ভোটার সংখ্যা ৭১হাজার ৪৩১জন। জঙ্গিপুর পৌরসভা ২০১৫ সালে ১৪টি ছিল বামফ্রন্টের। এস ইউ সি আই ১টি। বিজেপি ১টি ও কংগ্রেস ৫টি ওয়ার্ডে জয়ী হয়। বামফ্রন্টের দখলে জঙ্গিপুর পৌরসভা থাকলেও ২০১৬ সালে চেয়ারম্যান সহ আটজন বামফ্রন্টের, কংগ্রেসের ছয় জন, বিজেপি একজন কাউন্সিলর সেও তৃণমূলে যোগদান করে। ফলে তৃণমূল দখল করে জঙ্গিপুর পৌরসভা।
advertisement
ধুলিয়ান পৌরসভা ভাঙন কবলিত ও বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। ভাগীরথী নদীর ধারে অবস্থিত ছোট্ট একটি শহর ধুলিয়ান। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত ধুলিয়ান পৌরসভা। ধুলিয়ান পৌরসভা মোট ভোটার সংখ্যা ৭৩হাজার ৯০জন। পুরুষ ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৩জন। মহিলা ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯৯৭জন। এবছর ধুলিয়ান পৌরসভা ২১ টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৭টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি দল। সিপিআই লড়াই করছে ১টি আসনে। সিপিআই(এম) লড়াই করছে ১৫টি আসনে। জাতীয় কংগ্রেস লড়াই করছে ১৯টি ওয়ার্ডে। নির্দল হিসেবে লড়াই করছেন মোট ২২জন। মোট প্রার্থী ৯১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন ২১টি ওয়ার্ডে ।ধুলিয়ান পৌরসভার মোট২১ টি আসন। ২০১৫ ভোটে কংগ্রেস ৮ টি আসন পায়, তৃণমূল ৬ টি, বিজেপি ৪ টি সিপিএমের ২ টি, বাম সমর্থিত নির্দল১ টি। যদিও পরে সকলে তৃণমূল যোগদান ফলে তৃণমূল দখল করে ধুলিয়ান পৌরসভা।মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার ১৩৫ টি ওয়ার্ডের মোট ৫৩২ টি বুথ। ৫৯টি সেক্টর। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২৮হাজার৬২৯। পুরুষ ভোটার ২লক্ষ ০৮হাজার ৭৩৬। মহিলা ভোটার ২লক্ষ ১৯হাজার ৮৮১। তৃতীয় লিঙ্গের ভোটার ১২জন।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- মুর্শিদাবাদ জেলার ৭টি পৌরসভার ১৩৫ টি আসনে নির্বাচন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement