মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত ভান্ডেরা কালী মন্দির এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার, আহত আরও দুজন। মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভান্ডেরা এলাকায় কান্দি ডাকবাংলা রাজ্যে সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় লাজিনা বিবি (২৫)। এই ঘটনার জেরে আহত হন আরও দু'জন। তাঁর স্বামী সাদ্দাম আলি ও তিন বছরের শিশু আবেদ আলি। তাঁদের বাড়ি বড়ঞা থানার অন্তর্গত শ্রীহট্ট গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
তার কয়েক ঘন্টার ফারাকে ঘটে গেল ফের বিপত্তি। দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের ৬ জন সদস্য টোটো করে হাসপাতালে আসছিল, সকলেই ভরতপুরের আঙ্গারপুরের বাসিন্দা সকলেই। এক মোটর বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটোতে। ঘটনার জেরে পরিবারে আহত দু'জন এবং মৃত ১ পরিজনকে দেখতে আসার পথেই কান্দির পশু হাসপাতালের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত হয় মোট চার জন। মোটর বাইকে ছিল দুইজন ও টোটোতে ছিল ছয় জন যাত্রী। তার মধ্যে চারজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এবং বাইকের পেছনে বসে থাকা বিষ্ণু ঘোষ নামক ব্যক্তিও জখম হন।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।