Murshidabad News: মুর্শিদাবাদে বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল প্রতিযোগিতা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কথায় আছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল মানেই বাঙালির একটি আবেগ ও ভালোবাসা। তেমনই দুর্গাপুজো বাঙালির আবেগ উৎসব।
#মুর্শিদাবাদঃ কথায় আছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল মানেই বাঙালির একটি আবেগ ও ভালোবাসা। তেমনই দুর্গাপুজো বাঙালির আবেগ উৎসব। আর প্রানের উৎসব শেষে দীর্ঘ দিনের ঐতিহ্য মেনে বুধবার দুর্গা পুজার দশমীর বিকালে বড়ঞাতে আয়োজন করা হল ফুটবল প্রতিযোগিতার। বড়ঞার পারশালিকা ফুটবল মাঠে হয়ে গেল বিবাহিত ও অবিবাহিত ফুটবল প্রতিযোগীতা। গ্রামের পুরুষ বিভাগের বিবাহিত ও অবিবাহিত মোট দুটি করে দল নিয়ে মোট চার দলের ফুটবল টুর্ণামেন্ট হয়। পাশাপাশি মহিলাদের দুটি দল অংশ গ্রহণ করে।
বহু প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন হলেও মাঝে কিছু কারণে তা বন্ধ হয়ে যায়। যদিও উদ্যোক্তারা নতুন করে এই উদ্যোগ গ্রহণ করে প্রাচীন রীতি মেনেই বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দশমীর বিকালে খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রাম সহ একাধিক গ্রামে দুর্গাপুজোর রীতি ঐতিহ্য আজও বর্তমান।
advertisement
advertisement
তাই গ্রামের মানুষজন কে মনোরঞ্জন দিতে ও খেলার প্রতি আগ্রহ তৈরিত করতেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার বিকেলে। খেলা শেষে বিজয়ী ও বিজীত দুই দলকেই ট্রফি তুলে দেওয়া হয় পারশালিকা দুর্গা পুজা কমিটির পক্ষ থেকে। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর দুর্গাপুজো মেতে উঠেছেন আপামর বাঙালি। তবে, কোভিড প্রকোপ কম তেই এই বছর ফুটবল প্রতিযোগিতাতে মেতে উঠেছেন গ্রামের বিবাহিত ও অবিবাহিতরা।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
October 06, 2022 1:57 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল প্রতিযোগিতা