Lok Sabha Election 2024: ISF প্রার্থী একাই লিফলেট বিলি করছেন!

Last Updated:

Lok Sabha Election 2024: জঙ্গিপুর এলাকার পরিচিত বিড়ি শিল্পপতি শাজাহান বিশ্বাস। সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাজাহান। প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের ছাড়াই তিনি একাই লিফলেট বিলি করেন

+
রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জে লিফলেট হাতে আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাস 

মুর্শিদাবাদ: জমে উঠেছে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব। আগামী ৭ মে তৃতীয় দফায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এখানকার আইএসএফ প্রার্থী শাজাহান বিশ্বাসকে জঙ্গিপুর পুর এলাকায় একাই দলীয় লিফলেট বিলি করতে দেখা গেল।
জঙ্গিপুর লোকসভায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একদিকে যেমন বাম-কংগ্রেস, অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঠিক তেমনই জমি ছাড়তে নারাজ বিজেপি। পাশাপাশি এখানকার নির্দল প্রার্থীরাও বেশ ওজনদার হিসেবে ভোট প্রচারে উঠে এসেছেন। পাশাপাশি লড়াইয়ে ভাল প্রভাব ফেলেছে আইএসএফ।
advertisement
জঙ্গিপুর এলাকার পরিচিত বিড়ি শিল্পপতি শাজাহান বিশ্বাস। সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাজাহান। প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের ছাড়াই তিনি একাই লিফলেট বিলি করেন। পাশাপাশি রঘুনাথগঞ্জে হুড খোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন শাজাহান বিশ্বাস।
advertisement
পেশায় বিড়ি মালিক সাজাহান বিশ্বাস এই প্রথম ভোটের লড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, তিনি ভোট কেটে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জেতার পথ কঠিন করে দিতে পারেন। অষ্টম শ্রেণি পাশ সাজাহান বিশ্বাসের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ১৮ কোটি টাকা। সোনা রয়েছে আড়াই কিলোর কিছু বেশি। গত বছর আয়কর দিয়েছেন দেড় কোটি টাকার সামান্য বেশি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Lok Sabha Election 2024: ISF প্রার্থী একাই লিফলেট বিলি করছেন!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement