Mursidabad News- মুর্শিদাবাদের পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ইভিএম সংগ্রহ করে ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন ভোট কর্মীরা
#বহরমপুরঃ রাত পোহালেই মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন। শনিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলার সমস্ত ডিসিআরসি সেন্টারে চলছে ইভিএম নেওয়ার কাজ। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার ১৩৫ টি ওয়ার্ডের মোট ৫৩২ টি বুথ। ৫৯টি সেক্টর। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ২৮হাজার৬২৯। পুরুষ ভোটারঃ ২লক্ষ ০৮হাজার ৭৩৬ ও মহিলা ভোটারঃ ২লক্ষ ১৯হাজার ৮৮১। তৃতীয় লিঙ্গের ভোটারঃ ১২জন। মুর্শিদাবাদ জেলার চারটি ডিসি আর সি সেন্টার করা হয়েছে। ধুলিয়ান ও জঙ্গিপুর পৌরসভার জন্য জঙ্গিপুর মহকুমা অফিসের কোর্ট বিল্ডিং। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা ও মুর্শিদাবাদ পৌরসভার জন্য লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউসেন। কান্দি পৌরসভার জন্য কান্দি রাজ কলেজ। বহরমপুর ও বেলডাঙা পৌরসভার জন্য বহরমপুর গার্লস কলেজ।
মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার মোট পোলিং পার্সোনাল ২ হাজার ১২৮। মুর্শিদাবাদ জেলার সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা নজরদারি রাখা হয়েছে। শনিবার সকাল থেকে ডিসিআরসি সেন্টার থেকে ইভিএম মেশিন নিয়ে রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। রাত পোহালেই গণতন্ত্রের উৎসবে সামিল হবে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার ১৩৫টি ওয়ার্ডের ৫২০ জনের ভাগ্য নির্ধারণ হবে রবিবার। সমস্ত বুথেই রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে ইভিএম মেশিন। মুর্শিদাবাদ জেলার সমস্ত বুথে শনিবার দুপুর থেকেই ইভিএম মেশিন নিয়ে রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে ভোট হলেও ভোটের ওপর আস্থা রাখছেন ভোট কর্মীরা। কোভিড বিধিকে মান্যতা দিয়ে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন ভোট কর্মীরা।
Location :
First Published :
February 26, 2022 3:13 PM IST