Murshidabad News: দু'মাস বন্ধ থাকার পর কান্দিতে খুলে গেল রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্র

Last Updated:

রেল কর্মী অবসর নেওয়ায় কান্দিতে বন্ধ হয়ে গিয়েছিল রেলের টিকিট সংরক্ষণ কাউন্টার। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় দু'মাস পর আবার খুলে গেল সেই কাউন্টার

+
title=

মুর্শিদাবাদ: দীর্ঘ দু'মাস ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলল কান্দি বাসস্ট্যান্ডে অবস্থিত রেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার। এই রিজার্ভেশন কাউন্টার খুলে যাওয়ায় খুশি কান্দির মানুষ।
কান্দি মহকুমায় কোন‌ও রেল লাইন নেই। তাই দরকারে ট্রেনে করে কোথাও যেতে হলে এখানকার মানুষকে সালার বা বহরমপুরে গিয়ে ট্রেনে উঠতে হয়। কিন্তু রেলের রিজার্ভেশন কাউন্টার থেকে আগেভাগে টিকিট কেটে রাখলে অনেকটাই সুবিধা হয়। কান্দি বাসস্ট্যান্ডের কাউন্টার গত দু'মাস বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়ছিল এলাকার মানুষ।
দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী থাকাকালীন কান্দি মহকুমার বাসিন্দাদের কথা মাথায় রেখে এই টিকিট রিজার্ভেশন কাউন্টারটি চালু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন এই কাউন্টারটি নিয়ম মেনে কাজ করেছে। কিন্তু রেলের যে কর্মচারী এই কাউন্টারে দায়িত্বে ছিলেন তিনি অবসরে গ্রহণের পর কাউন্টারটি বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
advertisement
advertisement
অবশেষে সাধারণ মানুষের কথা মাথায় রেখে, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক ২৭ জানুয়ারি রেল দফতরকে বিষয়টি জানিয়ে চিঠি দেন। তার পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি রেলের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। এর একদিন পর‌ই শুক্রবার খুলে যায় বন্ধ হয়ে যাওয়া টিকিট রিজার্ভেশন কাউন্টার।
advertisement
রেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার খুলে যেতেই পরিদর্শনে যান কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক। তিনি জানান, এটা কান্দি পুরসভার জায়গা। পুরসভার‌ই পানীয় জল, বিদ্যুৎ ব্যবহার করা হয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে রিজার্ভেশন কাউন্টার পরিচালনা করা হত। কিন্তু রেলের কর্মী অবসর গ্রহণের কারণে বন্ধ করে রাখা ছিল কাউন্টার। আমরা রেলকে চিঠি দিতে অবশেষে আবার খুলে গিয়েছে কাউন্টার।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দু'মাস বন্ধ থাকার পর কান্দিতে খুলে গেল রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement