Murshidabad News- আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১১১
#বহরমপুরঃ কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে শনিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অনলাইনে নয়, অফলাইনেই এবছর পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। তবে নিজস্ব স্কুলেই অর্থাৎ হোম সেন্টারেই পরীক্ষা দিচ্ছে তারা। আনুপাতিক হিসেবে মুর্শিদাবাদ জেলায় এবছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১১১। যার মধ্যে ৩৫ হাজার ৯৬১ জন ছাত্রী ও ২৫ হাজার ১৫০ জন ছাত্র। জেলার হাই স্কুল, হাই মাদ্রাসা মিলিয়ে মোট ৩৯২ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা অতিমারীর জেরে দু'বছর পর ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলেই এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। প্রতিটি কেন্দ্রেই কোভিড বিধিকে মান্যতা দিয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে সমস্ত সাইবার কাফে বন্ধ রাখা হয়েছে। স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় যাঁরা মোবাইল নিয়ে স্কুলে যাচ্ছেন তাঁদের মোবাইল ফোন বাইরে রাখতে হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে স্কুল ও সংলগ্ন অঞ্চল।
advertisement
অন্যদিকে পরীক্ষায় যাতে কেও অসৎ উপায় অবলম্বন করতে না পারে তার জন্য নজরদারি চালানো হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকেও। দীর্ঘ দুই বছর পর, অফলাইনে পরীক্ষা শুরু হতেই খুশি ছাত্র ছাত্রীরা। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা গ্রহণ করতে মুর্শিদাবাদ জেলায় এবছর আগের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলে মনে করা হচ্ছে। শনিবার সকাল দশটা থেকেই বহরমপুর সহ গোটা জেলা জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
advertisement
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
First Published :
April 02, 2022 1:39 PM IST
