Murshidabad News: পাঁচ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার জ‌ওয়ানের

Last Updated:

গত ২৯শে জুন মণিপুরে ধসে নিখোঁজ হয়ে যায় মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামের তরতাজা যুবক প্রীতম কুমার দত্ত।

জওয়ান প্রীতমের মৃত্যুতে শোকের ছায়া খড়গ্রামে 
জওয়ান প্রীতমের মৃত্যুতে শোকের ছায়া খড়গ্রামে 
#খড়গ্রাম: পরিবারের মুখে হাসি ফোটাতে ২০১৮ সালে সেনা বাহিনীতে যোগদান করেছিলেন খড়গ্রামের (Kharagram) দত্ত পরিবারের ছেলে প্রীতম। কর্মরত ছিলেন গোর্খা টেরিটোরিয়াল আর্মির ১০৭ নম্বর ব্যাটেলিয়নে। স্বপ্ন ছিল মা বাবার অপূর্ণ ইচ্ছে পূর্ণ করার। জানা গেছে, রেল বিভাগের কাজ চলছিল মণিপুরে (Manipur Accident)। সেই কাজেরই নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রীতম কুমার দত্ত। কিন্তু গত ২৯শে জুন মণিপুরে ধসে নিখোঁজ হয়ে যায় মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামের তরতাজা যুবক প্রীতম কুমার দত্ত। টানা পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে রবিবার সন্ধ্যায় পরিবারের কাছে খবর আসে প্রীতম দত্তের নিথর দেহ পাওয়া গিয়েছে। দেহ উদ্ধারের খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
advertisement
খবরে প্রকাশ, নিরাপত্তার দায়িত্বে থাকা মোট ৪৩ জন জওয়ানের মধ্যে ইতি মধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক সেনা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। গত ২৯শে জুন দুর্ঘটনার পর থেকেই কোনো খোঁজ ছিল না প্রীতম কুমার দত্ত সহ সাতজন সেনা জওয়ানের। অবশেষে দেহ মিলেছে প্রীতমের। সেই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিনই রাত সাড়ে আটটা নাগাদ বালিয়া গ্রামে মা সোমা দত্তর সাথে শেষ কথা হয় প্রীতমের। তার পরেই ডিউটি জয়েন করেন প্রীতম। ঘটনার সময় এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলেন প্রীতম। চোখের সামনেই ঘটা ধসের কথা তাঁকেও জানান প্রীতম। কিন্তু তার পর থেকেই খোঁজ ছিল না প্রীতমের, বন্ধ ছিল তাঁর মোবাইল ফোন।
advertisement
কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজের ভুগোল অর্নাসের ছাত্র ছিলেন প্রীতম। পড়াশোনা শেষ করে চাকরি পেতেই পরিবারে সচ্ছলতা ফিরে আসে।বাবা প্রভাত কুমার দত্ত, মুদির দোকান চালান। মা সোমা দত্ত গৃহবধূ। পরিবারের একমাত্র সন্তান প্রীতম কুমার দত্ত। ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগদানের পরেই ধীরে ধীরে পরিবারের সচ্ছলতা ফিরে আসে। গোটা গ্রামের প্রিয় পাত্র ছিলেন প্রীতম। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেহ ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পাঁচ দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার জ‌ওয়ানের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement