Extramarital Affair: স্বামী সন্তানদের ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল বধূ, তারপর ঘটনা মোড় নিল অন্যদিকে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
স্বামী ও চার সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে উধাও ছিল গৃহবধূ। অপহরণের অভিযোগের ভিত্তিতে সাত মাস পর উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ।
মুর্শিদাবাদ: স্বামী ও চার সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে উধাও ছিল গৃহবধূ। অপহরণের অভিযোগের ভিত্তিতে সাত মাস পর উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। সামশেরগঞ্জের রতনপুরের বাসিন্দা তথা গৃহবধূর স্বামী রাজেশ দাসের অপহরণের অভিযোগের ভিত্তিতেই তাদের বারাসত থেকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার ওই গৃহবধূ এবং তার প্রেমিককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে পুরুলিয়ার নিতুরিয়া থানার অন্তর্গত মেকাতলা গ্রামের মেয়ে রিঙ্কু রাউথ রায়ের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরের যুবক রাজেশ দাসের বিয়ে হয়। পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার পর তাদের চারটি সন্তানও হয়। কিন্তু তিন সন্তানকে রেখে ও কোলের সন্তান নিয়ে হঠাৎ পুরুলিয়ার এক পুরাতন প্রেমিকের সঙ্গে পালিয়ে যান ওই গৃহবধূ।
advertisement
আরও পড়ুন – Astro Tips: শাওয়নের বিনায়ক চতুর্থীতে তৈরি হয়েছে বিরল যোগ, একাধিক রাশির সৌভাগ্যের তুফান
advertisement
বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে বিষয়টি নিয়ে সামশেরগঞ্জ থানার দ্বারস্থ হন স্বামী রাজেশ দাস। স্ত্রীকে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। তারপরেই শুরু হয় তদন্ত।
advertisement
অবশেষে প্রায় সাত মাস পর উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের পুঁই পুকুর ক্ষুদিরাম পল্লী এলাকা থেকে গৃহবধূ রিঙ্কু রাউথ রায় এবং তার প্রেমিক ধর্মেন্দ্র বাউড়িকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবারই তাদের থানায় নিয়ে আসা হয়। বুধবার ধৃত গৃহবধূ ও তার প্রেমিককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
সূত্রের খবর, ওই গৃহবধূ এখন থাকবেন কোথায়? প্রেমিকের কাছে? না স্বামীর কাছে? তা নিয়ে আদালতে গৃহবধূ এবং তার প্রেমিকের বয়ানের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
advertisement
Kaushik Adhikary
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 5:14 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Extramarital Affair: স্বামী সন্তানদের ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল বধূ, তারপর ঘটনা মোড় নিল অন্যদিকে