মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরবোর্ডের প্রথম বর্ষপূর্তি হল। সেই উপলক্ষে বহরমপুরবাসীর জন্য খুশির খবর শোনালেন পুরপ্রধান নাড়ুগোপাল মুখার্জি। জানালেন, শহরের জল সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার থেকেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পিএইচই দফতরের তরফ থেকে পুরপ্রধানের হাতে শহরে চালু থাকা পাম্প হাউজগুলোরর পরিচালনা হস্তান্তরের কাগজ তুলে দেওয়া হয়।
মুর্শিদাবাদে সর্ববৃহৎ পুরসভা বহরমপুর। সেই পুরসভার ক্ষমতা দখলের বর্ষপূর্তি উপলক্ষে বেশ ঘটা করে আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধেয় এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখার্জি বলেন, কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে বহরমপুর শহরে। গত এক বছরে বহরমপুর শহরকে ঢেলে সাজানো হয়েছে। আগামী দিনে নাগরিকদের আরও বেশি পরিষেবা দেওয়া হবে। তবে পুরসভার উন্নয়নে বিরোধী কাউন্সিলররা কোনও সহযোগিতা করেন না বলে অনুযোগ করেন পুরপ্রধান।
আরও পড়ুন: বেহাল রাস্তা সারায়নি পঞ্চায়েত, চাঁদা তুলে নিজেরাই কাজ শুরু করলেন গ্রামবাসীরা
পাম্প হাউজগুলির নিয়ন্ত্রণ পুরসভার হাতে আসার পর পুরপ্রধান বলেন, আগামী দিনে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তৃণমূলের পুরসভার ক্ষমতা দখলের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান শাওনি সিংহ রায়। তিনি বলেন, গত এক বছর ধরে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে বহরমপুর পুরসভা আগামী দিনে তা বজায় থাকবে। বহরমপুর পুরসভার ২৮ জন তৃণমূল কাউন্সিলরই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad news