Murshidabad News: শুধু চন্দননগর নয়, এই গ্রামে এলেও জগদ্ধাত্রী পুজোয় ছোঁয়া পাবেন রংবাহারি আলোকসজ্জার
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল বাহারি আলোক সজ্জা যা দেখতে রীতিমতো ভিড় জমান সাধারণ মানুষ।
মুর্শিদাবাদ: জগদ্ধাত্রী পুজো মানেই শুধু চন্দননগর বা কৃষ্ণনগর না। মুর্শিদাবাদের সালারের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন গ্রামবাসীরা। সালার ব্লকের কাগ্রামে জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হল বাহারি আলোক সজ্জা যা দেখতে রীতিমতো ভিড় জমান সাধারণ মানুষ।
কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। ২৯ টি পাড়ার এই গ্রামে বর্তমানে মোট ২৭টি পুজো হয় যার ৪০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত। বর্তমানে ১২টি পুজো পারিবারিক এবং ১৫টি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো হয়। তবে এখানে চারদিন ধরে পুজো হয় না। পুজো চলে মাত্র দুদিন। পঞ্জিকা মতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয় আর পরের দিন দশমীর পুজো। তবে গ্রামে ভিড় হতে শুরু করে আলোকসজ্জা দেখার জন্য। আলোকসজ্জায় ফুটে উঠেছে বুর্জ খালিফা থেকে সিদ্ধিদাতা গণেশ, দক্ষিণেশ্বর মন্দির।
advertisement
বাড়ির পুজোর মধ্যে পালবাড়ির পুজো পুরাতন রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয়। দক্ষিণপাড়া সাহাপাড়ার মণ্ডপ, পশ্চিম পাড়া সার্বজনীন, তাঁতি পাড়া সর্বজনীন, রায়পাড়া সর্বজনীন, উত্তরপাড়া বাজার পাড়া সর্বজনীন পুজো নিজ নিজ বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।
advertisement
আরও পড়ুন – ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
view commentsএই গ্রামের বেশিরভাগ পুজো দুই শতাধিক বছরেরও বেশি পুরাতন। শাক্ত এবং বৈষ্ণব দুই মতেই এই গ্রামের পুজোগুলি হয়ে থাকে। এই গ্রামে এখনও তার ব্যতিক্রম হয় না। এখনও পুজোর দু’দিন গ্রামে মেলা বসে। অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রাপালা নাটক ইত্যাদি, পুজো শেষে প্রতিমা নিরঞ্জন হয়, একসাথে বসবাসকারী গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও এই পুজোয় আনন্দ উপভোগ করে। বেলজিয়ামের ঝাড়ের আলো এখন আর নেই তার জায়গায় এসেছে নতুন এলইডি লাইট তবে ঠাকুরের কোনো থিম হয় না।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2023 4:39 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শুধু চন্দননগর নয়, এই গ্রামে এলেও জগদ্ধাত্রী পুজোয় ছোঁয়া পাবেন রংবাহারি আলোকসজ্জার









