Murshidabad- দীর্ঘ দুই বছর পর শূন্য যাত্রী নিয়ে শুরু হল কান্দি রণগ্রাম ব্রিজের উপর দিয়ে ফাঁকা বাস পরিষেবা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
দীর্ঘ দুই বছর পর শূন্য যাত্রী নিয়ে শুরু হল কান্দি রণগ্রাম ব্রিজের উপর দিয়ে ফাঁকা বাস পরিষেবা
কৌশিক অধিকারীঃ কান্দিঃ দীর্ঘ দুই বছর পর অবশেষে সপ্তাহের প্রথম দিনে সোমবার সকাল ৭টা থেকে শূন্য যাত্রী নিয়ে চালু করা হল বাস পরিষেবা। সোমবার সকালে বাস পরিষেবা চালুর সময় উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি সুভাষ ঘোষ সহ পুলিশ আধিকারিকরা।
কান্দি দ্বারকা নদীর উপর অবস্থিত কান্দি বহরমপুর রাজ্য সড়কের অন্যতম প্রধান সেতু রণগ্রাম ব্রিজ। ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজের যান্ত্রিক সমস্যার জন্য ২০১৯ সাল থেকে বন্ধ রাখা হয় যান চলাচল। যদিও মটর বাইক ও ছোট গাড়ি পারাপার করা হত। তবে দীর্ঘ আন্দোলনের ফলে, অবশেষে জেলা প্রশাসনের অনুমতি মিলতেই যাত্রী শূন্য করে বাস পরিষেবা চালু করা হয়েছে। ব্রিজের দুই প্রান্তে বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে, শুন্য যাত্রী নিয়ে বাস চালানো হয় ব্রিজের উপর। আবার ব্রিজ পার করে গিয়ে বাসে চেপে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
গত দুই বছর ধরে কান্দি রণগ্রাম ব্রিজ দীর্ঘদিন বন্ধ ছিল। বিধানসভাতে কান্দি বিধায়ক অপূর্ব সরকার, দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের কাছে জানতে চান, কি কারনে ব্রিজ বন্ধ অন্যদিকে নতুন ব্রিজের কাজ ও ধীর গতিতে চলছে। পাশাপাশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী পদযাত্রা করেন রণগ্রাম ব্রিজ চালু করার দাবি জানিয়ে।
advertisement
সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সমস্ত কিছু ক্ষতিয়ে দেখেই শূন্য বাস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সোমবার থেকে বাস পরিষেবা চালু করা হয়েছে। ব্রিজের ওপর দিয়ে আগামী পনেরো দিন এই শূন্য বাস চালিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে তারপর আরও বাসের সংখ্যা বৃদ্ধি করানো হবে বলে, জানা গিয়েছে। তবে দীর্ঘ দুই বছর পর রণগ্রাম ব্রিজের উপর বাস পরিষেবা চালু হতেই খুশি যাত্রীরা।
advertisement
বাসের এক যাত্রী বিপ্লব চৌধুরী জানান, "এই পরিষেবা যদি এখন চালু করা হল তাহলে আরও আগে কেন করা হল না? "। তবে নতুন ব্রিজ দ্রুত নির্মাণের দাবি করেছেন তিনি।
কান্দি বিধায়ক অপূর্ব সরকার জানান, "ইতিমধ্যেই নতুন ব্রিজের কাজ শুরু করা হয়েছে। ২৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এই নতুন ব্রিজ নির্মাণের জন্য। ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেই ব্রিজের কাজ সম্পন্ন করা হবে। তবে সোমবার থেকে ব্রিজের উপর দিয়ে শূন্য যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করার ফলে মানুষের একটু অসুবিধা হচ্ছে আমরা জানি। ব্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে"। তবে ব্রিজের উপর দিয়ে ধীরে ধীরে বাস চালানো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
দীর্ঘ দুই বছর পর আবার রণগ্রাম ব্রিজের উপর দিয়ে বাস চালাতে পেরে খুশি বাস চালকেরা।
Location :
First Published :
November 29, 2021 8:53 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad- দীর্ঘ দুই বছর পর শূন্য যাত্রী নিয়ে শুরু হল কান্দি রণগ্রাম ব্রিজের উপর দিয়ে ফাঁকা বাস পরিষেবা