Durga Puja 2023: চতুর্থীর সন্ধ্যায় একাধিক পুজোর উদ্বোধন, ইন্দ্রতলার দুর্গামণ্ডপের থিম এবার রক্তবীজ
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
Last Updated:
কান্দি শহরের প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জেমো ইন্দ্রতলা দুর্গা পুজো। এবছরের থিম রক্তবীজ।
মুর্শিদাবাদ: চতুর্থীর সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের একাধিক দুর্গাপুজোর উদ্বোধন হল। কান্দি শহরের প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জেমো ইন্দ্রতলা দুর্গা পুজো। এবছরের থিম রক্তবীজ। অসুর নিধনে দশভুজাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিমাতে। বুধবার চতুর্থীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, ৮৯তম বর্ষে পদার্পণ করেছে এই বছর পুজো। তাদের ভাবনা রক্তবীজ। যিনি দুর্গা, তিনিই কালী। দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করার জন্য কালী রূপধারণ করেন। আর তাই এবছর তাদের ভাবনা রক্তবীজ ।ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পী অসীম পাল। জামিনী পালের নাতি অসীম পাল এই প্রতিমা তৈরি করেছেন।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 11:03 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja 2023: চতুর্থীর সন্ধ্যায় একাধিক পুজোর উদ্বোধন, ইন্দ্রতলার দুর্গামণ্ডপের থিম এবার রক্তবীজ